টেবিল টেনিসে নয়নের দ্বিমুকুট

অবশেষে শুরু হলো পেশাদার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) ওয়ালটন-বিএসজেএ স্পোর্টস কার্নিভাল-২০২২। আজ বৃহস্পতিবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস একক ও দ্বৈত ইভেন্টের খেলা। দুই ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন ফ্রিল্যান্সার সোহানুজ্জামান খান নয়ন।

এদিন জাতীয় ক্রীড়া পরিষদে কার্নিভালের টেবিল টেনিস এককে ঢাকা ট্রিবিউনের ফজলে রাব্বি মুনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন নয়ন। এই ইভেন্টে ফ্রিল্যান্সার মাহবুব আলম খান বাবুকে হারিয়ে তৃতীয় হয়েছেন যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল।

ফাইনামে ২-০ সেটে মুনকে হারান নয়ন। প্রথম সেট ১১-৪ ব্যবধানে জিতে নেওয়ার পর  দ্বিতীয় সেটে জয় পান ১১-৬ ব্যবধানে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাহবুবকে ১১-৬ ও ১১-৭ পয়েন্টে হারিয়ে ম্যাচ জিতে নেন জ্যোতির্ময়।

একই দিন অনুষ্ঠিত দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নয়ন ও জ্যোতির্ময় জুটি। ফাইনালে তারা হারিয়েছেন মাহবুব ও ইন্ডিপেন্ডেন্ট টিভির মাঝহারুল ইসলাম জুটিকে। ১১-৬ ও ১৩-১১ পয়েন্টে দুই সেট জিতে চ্যাম্পিয়ন হয় জুটি। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোঃ মামুন ও ঢাকা ট্রিবিউন বিএম ফজলে রাব্বি মুন জুটি।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়াও এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় টেবিল টেনিস দলের কোচ মোহাম্মদ আলী, পাঁচবারের জাতীয় টিটি চ্যাম্পিয়ন সোনাম সুলতানা সোমা, বিএসজেএ সভাপতি সাইদুজ্জামাান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রায়হান আল মুঘনি ও সদস্য সচিব রবিউল ইসলাম।

আগামীকাল শুক্রবার বিএসজেএ কার্যালয়ে ক্যারাম একক ও দ্বৈত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

8h ago