আর্জেন্টিনা দলে ফিরলেন আগুয়েরো, বাদ হিগুয়েইন
ইকুয়েডরকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা ফুরফুরে আর্জেন্টিনা দল রাশিয়ার সঙ্গেই খেলতে যাচ্ছে প্রীতি ম্যাচ। সেই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে স্ট্রাইকার গাঞ্জালো হিগুয়েইনকে। তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
১০ নভেম্বর প্রীতি ম্যাচ দিয়েই রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে ফরোয়ার্ড লাইনে বড় বদল আনলেন কোচ হোর্হে সাম্পাওলি।
হিগুয়েইন বাদ পড়লেও দলে আছেন জুভেন্টাস তারকা পাওলো দিবালা। তবে কি বিশ্বকাপের মূল দলেও বিবেচনায় নেই হিগুয়েইন? সাম্পাওলি বলছেন, ‘ওকে নতুন করে বাজিয়ে দেখার দরকার নেই। সে বিশ্বকাপ দলে থাকবে কিনা পরে মূল্যায়ন করা হবে।’
দল দেওয়ার সময় ফের লিওনেল মেসির প্রশংসা করেন কোচ। আর্জেন্টিনার হয়ে যেকোনো ম্যাচে নামলেই মেসি সেরাটাই দেন বলেও আবারও মনে করিয়ে দেন তিনি।
আর্জেন্টিনার দল:
গোলরক্ষক : সার্জিও রোমেরো, নাহুয়েল গুজমান, আগুস্তিন মার্চেসিন।
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মের্কাদো ফেদেরিকো ফাসিও, হাভিয়ের মাচেরানো, হেরমান পেস্তেইয়া, নিকোলাস ওটামেন্দি।
মিডফিল্ডার : এদুয়ার্দো সালভিও, এমিলিয়ানো রিগোনি, লুকাস বিগলিয়া, লিয়ান্দ্রো পারদেস, মাতিয়াস ক্রানেভিত্তার, এভার বানেগা, মার্কোস আকুনিয়া, আলেজান্দ্রো গোমেজ, দিয়েগো পেরোত্তি।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, পাওলো দিবালা ও মাউরো ইকার্দি।
Comments