কেন একের পর এক হার? দায় আসলে কার?

দ্বিতীয় ওয়ানডেতে আউট হয়ে ফিরছেন ইমরুল, এরপরই ধসে পড়ে টাইগার ইনিংস; ছবি;এএফপি

প্রথম ওয়ানডেতে ২৭৮ রান করেও ১০ উইকেটে হার। পরেরটিতে আগে বল করেও পাল্টায়নি চিত্র। এবিডি ভিলিয়ার্সের ব্যাটে তান্ডবে লণ্ডভণ্ড হয়ে এবার পরাজয়ের ব্যবধান ১০৪ রানের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়ে ফেলেছে মাশরাফি মর্তুজার দল। টানা হতাশার হার শেষে গণমাধ্যমের সামনে আসতে হয়েছে অধিনায়ককে। ব্যাখ্যা করতে হয়েছে দলের অবস্থা, হারের কারণ। 

মূল সমস্যা আসলে কার? কেন এমন বিবর্ণ বাংলাদেশ? অধিনায়কের ব্যাখ্যা, ‘আমার মনে হয়, আমরা গ্রুপ হিসেবে ভালো খেলতে পারছি না। হঠাৎ করে কেউ কেউ এগিয়ে আসছে। কিন্তু গ্রুপ হিসেবে ভালো খেলাটা এখনও হয়ে উঠছে না।’

বোলাররা কম অনুশীলন করেন বলে গণমাধ্যমে বলেছিলেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। মাশরাফি বলছেন, ‘অবশ্যই অনুশীলন দরকার আছে। অনুশীলনের বিকল্প কিছু নাই।’

দেশের মাঠে সব ফরম্যাটেই দাপট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা। দক্ষিণ আফ্রিকায় গিয়েই যেন ধপাস করে পড়ল বাংলাদেশ। কি টেস্ট, কি ওয়ানডে। হেরেই চলছে একের পর এক ম্যাচ। অজুহাত নেই অধিনায়কের তবে অমন কন্ডিশনে বেশি না খেলার ঘাটতি আছে কণ্ঠে, ‘এই ধরনের কন্ডিশনে ভালো করার জন্য প্রচুর অনুশীলন করতে হবে। আমার মনে হয় না, সিরিজের মধ্যে এটা সম্ভব। যখন অফ সিজন থাকে বা বিরতি থাকে তখন সুনির্দিষ্ট ব্যাপারগুলো নিয়ে কাজ না করলে এই ধরনের কন্ডিশনে এসে এমন সংগ্রাম করতে হবে।’

বুধবার পার্লে ভিলিয়ার্সের ১০৪ বলে ১৭৬ রানের ইনিংসে ৩৫৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২৪৯ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে হেরে যায় সিরিজও। 

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

12h ago