কোহলি আমার প্রিয় ব্যাটসম্যান : আমির

খেলার মাঠ কিংবা রাজনৈতিক অঙ্গন। ভারত-পাকিস্তান মানেই বৈরিতা, প্রতিদ্বন্দ্বিতা, লড়াইয়ের ঝাঁজ। তবে দেশে দেশে বৈরিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে দুদেশের ক্রিকেটাররা অনেক ঘনিষ্ঠ। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির যেমন রাখঢাক না রেখেই বললেন বিরাট কোহলিই তার প্রিয় ব্যাটসম্যান। শুধু তাই নয় কোহলির সঙ্গে তার সখ্যতাও নাকি দারুণ। এমনকি দুজনের মধ্যে বিনিময় হয় উপহারও।
আমিরকে ব্যাট উপহার দিচ্ছেন কোহলি, ছবি: এএফপি ফাইল

খেলার মাঠ কিংবা রাজনৈতিক অঙ্গন। ভারত-পাকিস্তান মানেই বৈরিতা, প্রতিদ্বন্দ্বিতা, লড়াইয়ের ঝাঁজ। তবে দেশে দেশে বৈরিতা থাকলেও ব্যক্তিগত সম্পর্কে দুদেশের ক্রিকেটাররা অনেক ঘনিষ্ঠ। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির যেমন রাখঢাক না রেখেই বললেন বিরাট কোহলিই তার প্রিয় ব্যাটসম্যান। শুধু তাই নয় কোহলির সঙ্গে তার সখ্যতাও নাকি দারুণ। এমনকি দুজনের মধ্যে বিনিময় হয় উপহারও।

ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে আমির বলেন, ‘নিঃসন্দেহে সময়ের সেরা ব্যাটসম্যান কোহলি। আমার তো সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান। প্রতিপক্ষ হিসেবে সে খুবই কঠিন।’

কোহলি থেকে বছর তিনেকের ছোট আমির বলেন, ‘অনূর্ধ্ব-১৯ দলের খেলার সময়েই প্রতিপক্ষ দলে তাকে পেয়েছি। তখন সে ভারত যুবদলের অধিনায়ক। ওই সময় থেকেই আমাদের সখ্যতা। ওর সঙ্গে আমার বোঝাপড়াটাও দারুণ।’

দুজনের মধ্যে উপহার বিনিময়ও নাকি হয়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোহলি আমাকে একটা ব্যাট উপহার দিয়েছিল। টি-২০ বিশ্বকাপেও সে আমাকে ব্যাট দিয়েছিল।’

তবে খেলার মাঠে নামলে বন্ধুত্ব সরিয়ে রাখার কথাও জানান বাঁহাতি স্পিড স্টার, ‘যখন খেলতে নামি তখন তো বন্ধুত্ব থাকে না। তখন সবাই নিজ নিজ দেশকে প্রতিনিধিত্ব করে। তখন একটাই লক্ষ্য থাকে ওকে আউট করব। ওর রান তাড়া করার ক্ষমতা দুর্দান্ত।’

দুদেশের সমর্থকদের আবেগকে শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হিংসাত্মক রেষারেষি ভাল নয় বলেও জানান আমির, ‘আমার মনে হয় দুদেশের সমর্থকরাই প্যাশনেট। খেলাটাকে ভালোবাসে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের সময় সোশ্যাল মিডিয়ায় ওইরকম যুদ্ধটা আসলে ভাল ছিল না, ওটা হওয়া উচিত নয়।’

ক্যারিয়ারের শুরুতেই বাঁহাতি পেস আর স্যুয়িংয়ের মুন্সিয়ানার বাজিমাত করেন আমির। তবে সালমান বাট ও মোহাম্মদ আসিফের সঙ্গে স্পট ফিক্সিং করে নিষিদ্ধ হন অল্প বয়সেই। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও রাখছেন প্রতিভার ছাপ।

এ পর্যন্ত ৩০টা টেস্ট খেলে আমির পেয়েছেন ৯৫ উইকেট। ৩৬ ওয়ানডেতে তার শিকার ৫৫ উইকেট। টি-টোয়েন্টি খেলেছেন ৩১টি, তাতে ৩৪ উইকেট নিয়েছেন পাকিস্তানের সেরা বোলিং অস্ত্র। 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago