অবিশ্বাস্য জয়ের পরও যে কারণে নাখোশ মরগ্যান

১৭১ রান তাড়ায় ৯৮ রানেই ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেট পড়ে গিয়েছিল। নিশ্চিতভাবে হারতে থাকা ম্যাচে অবিশ্বাস্যভাবে জুটিতে ম্যাচ জমিয়ে তুললেন রোমারিও শেফার্ড ও আকিল হোসেন। শেষ ওভারে ৩০ রানের প্রয়োজন প্রায় মিটিয়েই ফেলছিলেন আকিল। ম্যাচ জিতলেও শেষের বোলিং নিয়ে হতাশা জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ওয়েন মরগ্যান।
রোববার রাতে ইংল্যান্ড- ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ছড়িয়েছে টানটান উত্তেজনা। তাতে ওয়েস্ট ইন্ডিজকে ১ রানে হারিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ডের ১৭১ রানের জবাবে পুরো ওভার খেলে ৮ উইকেটে ১৭০ রানে থেমেছে ক্যারিবিয়ানরা।
ম্যাচ জিততে শেষ ওভারে দরকার ছিল ৩০ রান। সাকিব মাহমুদের করা শেষ ওভারের প্রথম বলটি হয় ওয়াইড, পরের বল ডট। পরের দুই বলে দুই চার মারেন আকিল। এরপর আবার ওয়াইড থেকে আসে রান। শেষ তিন বলে তিন ছয় মেরে দেন আকিল। তবে তাতেও লাভ হয়নি। দল হারে ১ রানে। নবম উইকেট জুটিতে আকিল-শেফার্ড মিলে ২৯ বলে তুলেন ৭২ রান। রোমাঞ্চকর জয় পেলেও ম্যাচটা অনায়াসে জিততে না পারায় ঘাটতি খুঁজে পাচ্ছেন মরগ্যান।
ম্যাচ জিতলেও শেষে বোলিং নিয়ে একদম নাখোশ ইংল্যান্ড অধিনায়ক। ম্যাচ শেষে বললেন তাদের ডেথ ওভার বোলিং উন্নতি করতে হবে অনেক, 'টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভার সবচেয়ে কঠিন। কন্ডিশনটাও পরে ভালো হয়ে গেছে। আমাদের এর থেকে ভালো করার উপায় বের করা উচিত। আমাদের এক্সিকিউশন অনেক ভালো করতে হবে।'
শেষ দিকে ওয়াইড ইয়র্কার করতে গিয়ে ঠিকমতো জায়গায় বল ফেলতে পারেননি ইংল্যান্ডের বোলাররা। তা থেকেই সুবিধা বের করে নেয় ক্যারিবিয়ানরা, 'আমরা ভুল করেই গেছি। বেশিরভাগ পরিকল্পনা ছিল ইয়র্কার করব। কিন্তু আমরা তা করতে পারিনি।'
'টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে যদি দেখি আমরা ডেথ বোলিংয়ে উন্নতি করার জন্য খুব ক্লোজ ম্যাচ খেলিনি। আমাদের স্লগ ওভারের বোলিং ভালো মানের কাছাকাছিও নয়।'
এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এসেছে ১-১ এর সমতা। বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টিতে নামবে দুদল।
Comments