আইপিএল মেগা নিলাম: প্রথম দিনে সবচেয়ে দামি ইশান কিশান

১০ দল নিয়ে আইপিএলের মেগা নিলামে প্রথম দিনে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ইশান কিশান। ভারতের এই উইকেট-কিপার ব্যাটারকে ১৫ কোটি ২৫ লাখ রুপিতে দলে ফিরিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। চড়া নাম পেয়েছেন দীপক চাহার, শ্রেয়াস আইয়ার, শার্দুল ঠাকুর, প্রসিধ কৃষ্ণ, হার্শাল প্যাটেল, নিকোলাস পুরান ভানিন্দু হাসারাঙ্গারা।
তবে প্রত্যাশা থাকলেও অবিক্রিত থেকে গেছেন বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব আল হাসান। দল পাননি আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির, ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ, অস্ট্রেলিয়ান ব্যাটার স্টিভ স্মিথকেও কেউ নেয়নি।
দিনের প্রথমভাগে মার্কি প্লেয়ারের তালিকা থেকে শ্রেয়াসকে ১২ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। দলটি অধিনায়ক করতেই ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানকে এত দাম দিয়ে দলে নিয়েছে।
নিলাম সঞ্চালক হিউ এডমিডস নিলামের মাঝপথে অসুস্থ হয়ে পড়লে শেষ দিকে দায়িত্ব নেন চেতন শর্মা। ঘটনাবহুল দিনে চমক দেখান লঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ঝলক দেখানো এই তারকাকে ১০ কোটি ৭৫ লাখ টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পেস অলরাউন্ডার হার্শাল প্যাটেলকে ফেরাতেও একই পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে বেঙ্গালুরুরকে।
আকর্ষণের কেন্দ্রে ছিলেন ইশান। মুম্বাই তাকে নিলামের জন্য ছেড়ে দিলেও আবার ফিরে পেতে ছিল মরিয়া। প্রথমে মুম্বাইর সঙ্গে লড়াইয়ে ছিল পাঞ্জাব। পরে তাতে যোগ দেয় সানরাইজার্স। ত্রিমুখি লড়াই শেষে বিপুল অঙ্কে ইশানকে ফিরে পায় মুম্বাই। পেসার দীপক চাহারকে দলে ফেরাতে ১৪ কোটি খরচ করতে হয় চেন্নাই সুপার কিংসকে।
২ কোটি ভিত্তিমূল্যের ফাফ দু প্লেসিকেও ৭ কোটি রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু। বিরাট কোহলি নেতৃত্ব ছেড়ে দেওয়ায় অধিনায়ক বিবেচনায় এই দক্ষিণ আফ্রিকানকে তারা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দিনের উল্লেখ্যযোগ্য খেলোয়াড়দের মধ্যে অজি ওপেনার ডেভিড ওয়ার্নারকে ৬ কোটি ২৫ লাখ রুপিতেই পেয়ে গেছে দিল্লি ক্যাপিটালস। দলটি ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে পেয়ে যায় বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকেও।
ক্যারিবিয়ান নিকোলাস পুরানকে ১০ কোটি ৭৫ রুপিতে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। শেষ ভাগে ৩০ লাখ ভিত্তিমূল্য থেকে ১০ কোটিতে লখনউ সুপার জায়ান্টে দল পান আবেশ খান।
নিলামের প্রথম দিনে কে কত দাম পেলেন, কারা থাকলেন অবিক্রীত
১০ মার্কি প্লেয়ার, সেট- ১
শেখর ধাওয়ান (৮ কোটি ২৫ লাখ রুপি - পাঞ্জাব কিংস), রবীচন্দ্রন অশ্বিন (৫ কোটি রুপি- রাজস্থান রয়্যালস), প্যাট কামিন্স (৭ কোটি ২৫ লাখ রুপি - কলকাতা নাইট রাইডার্স), কাগিসো রাবাদা (৯ কোটি ২৫ লাখ- পাঞ্জাব কিংস) , ট্রেন্ট বোল্ট (৮ কোটি- রাজস্থান রয়্যালস), শ্রেয়াস আইয়ার (১২ কোটি ২৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স) , মোহাম্মদ শামি (৬ কোটি ২৫ লাখ, গুজরাট টাইটান্স), ফাফ দু প্লেসি ( ৭ কোটি- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কুইন্টেন ডি কক (৬ কোটি ৭৫ লাখ, লখনউ সুপার জায়ান্ট), ডেভিড ওয়ার্নার ( ৬ কোটি ২৫ লাখ রুপি, দিল্লি ক্যাপিটালস)।
সেট-২ (ব্যাটসম্যান)
মানিষ পান্ডে- (৪ কোটি ৬০ লাখ রুপি, লখনউ সুপার জায়ান্ট), শেমরন হেটমায়ার- (৮ কোটি ৫০ লাখ রুপি, রাজস্থান রয়্যালস), রবিন উত্থাপা ( ২ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস), জেসন রয় ( ২ কোটি রুপি, গুজরাট টাইটান্স), ডেভিড মিলার ( অবিক্রিত), দেবদূত পাড়িকাল (৭ কোটি ৭৫ লাখ, রাজস্থান রয়্যালস), সুরেশ রায়না (অবিক্রিত), স্টিভ স্মিথ (অবিক্রিত)।
সেট- ৩ (অলরাউন্ডার)
ডোয়াইন ব্রাভো ( ৪ কোটি ৪০ লাখ, চেন্নাই সুপার কিংস), নিতিশ রানা (৮ কোটি, কলকাতা নাইট রাইডার্স), জেসন হোল্ডার ( ৮ কোটি ৭৫ লাখ, লখনউ সুপার জায়ান্ট), সাকিব আল হাসান (অবিক্রিত ) , হার্শাল প্যাটেল ( ১০ কোটি ৭৫ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), দীপক হুডা (৫ কোটি ৭৫ লাখ, লখনউ সুপার জায়ান্ট), ভানিন্দু হাসারাঙ্গা (১০ কোটি ৭৫ লাখ, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ওয়াসিংটন সুন্দর (৮ কোটি ৭৫ লাখ, সানরাইজার্স হায়দরবাদ), ক্রুনাল পান্ডিয়া (৮ কোটি ২৫ লাখ, লখনউ সুপার জায়ান্ট), মিচেল মার্শ (৬ কোটি ৫০ লাখ, দিল্লি ক্যাপিটালস), মোহাম্মদ নবী (অবিক্রিত)।
সেট- ৪ (কিপার ব্যাটসম্যান)
ম্যাথু ওয়েড (অবিক্রিত), আম্বাতি রাইডু (৬ কোটি ৭৫ লাখ, চেন্নাই সুপার কিংস), ইশান কিশান (১৫ কোটি ২৫ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স), জনি বেয়ারস্টো (৬ কোটি ৭৫ লাখ, পাঞ্জাব কিংস), দীনেশ কার্তিক (৫ কোটি ৫০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ঋদ্ধিমান সাহা (অবিক্রিত), স্যাম বিলিংস (অবিক্রিত), নিকোলাস পুরান (১০ কোটি ৭৫ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ)
ক্যারিবিয়ান নিকোলাস পুরান
সেট- ৫ (পেস বোলার)
টি নটরাজন (৪ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ), দীপক চাহার (১৪ কোটি, চেন্নাই সুপার কিংস), উমেশ যাদব (অবিক্রিত), প্রসিধ কৃষ্ণ (১০ কোটি, রাজস্থান রয়্যালস), লকি ফার্গুসেন (১০ কোটি, গুজরাট টাইটান্স), জস হ্যাজেলউড (৭ কোটি ৭৫ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর), মার্ক উড ( ৭ কোটি ৫০ লাখ, লখনউ সুপার জায়ান্ট), ভুবনেশ্বর কুমার (৪ কোটি ২০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), শার্দুল ঠাকুর (১০ কোটি ৭৫ লাখ, দিল্লি ক্যাপিটালস), মোস্তাফিজুর রহমান (২ কোটি, দিল্লি ক্যাপিটালস)
সেট- ৬ (স্পিনার)
আদিল রশিদ (অবিক্রিত), মুজিব উর রহমান (অবিক্রিত), ইমরান তাহির (অবিক্রিত), কুলদীপ যাদব (২ কোটি, দিল্লি ক্যাপিটালস), অ্যাডাম জাম্পা (অবিক্রিত), রাহুল চাহার (৫ কোটি ২৫ লাখ, পাঞ্জাব কিংস), যুজভেন্দ্র চেহেল (৬ কোটি ৫০ লাখ, রাজস্থান রয়্যালস) , অমিত মিশ্র (অবিক্রিত)
সেট- ৭ (আন ক্যাপড অলরাউন্ডার)
রনজত পতিদার (অবিক্রিত), প্রিয়ম গার্গ (২০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), অভিনব মনোহর (২ কোটি ৬০ লাখ, গুজরাট টাইটান্স), ডিওয়াল্ড ব্রেভিস (৩ কোটি, মুম্বাই ইন্ডিয়ান্স), অশ্বিন হারবার (২০ লাখ, দিল্লি ক্যাপিটালস), অমলপ্রিত সিং (অবিক্রিত), রাহুল ত্রিপাঠি (৮ কোটি ৫০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ) সি হারি নিশান্ত (অবিক্রিত), রিয়ান পরাগ (৩ কোটি ৮০ লাখ, রাজস্থান রয়্যালস), অভিষেক শর্মা (৬ কোটি ৫০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), সরফরাজ খান (২০ লাখ, দিল্লি ক্যাপিটালস), শাহরুখ খান (৯ কোটি, পাঞ্জাব কিংস), শিভম মাভি (৭ কোটি ২৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স), রাহুল তেওয়াতিয়া (৯ কোটি, গুজরাট টাইটান্স), কমলেশ নাগরকোটি (১ কোটি ১০ লাখ, দিল্লি ক্যাপিটালস), হারপ্রিত ব্রার (৩ কোটি ৮০ লাখ, পাঞ্জাব কিংস), শাহবাজ আহমেদ (২ কোটি ৪০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
সেট- ৭ (আন ক্যাপড কিপার-ব্যাটার)
কেএস ভারত (২ কোটি, দিল্লি ক্যাপিটালস), মোহাম্মদ আজহারউদ্দিন (অবিক্রিত), বিষ্ণু বিনোদ (অবিক্রিত), বিষ্ণু সুলাঙ্কি (অবিক্রিত), আনুজ রাওয়াত (৩ কোটি ৪০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), প্রবাসিমরান সিং ( ৬০ লাখ, পাঞ্জাব কিংস), এন জাগদিসান (অবিক্রিত), শেলডন জ্যাকসন (৬০ লাখ, কলকাতা নাইট রাইডার্স), জিতেশ শর্মা (২০ লাখ, পাঞ্জাব কিংস)
সেট-৮ (আন ক্যাপড পেসার)
বাসিল থাম্পি (৩০ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স), কার্তিক তেয়াগি (৪ কোটি, সানরাইজার্স হায়দরাবাদ), আকাশ দ্বীপ (২০ লাখ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), কেএম আসিফ ( ২০ লাখ, চেন্নাই সুপার কিংস), আবেশ খান (১০ কোটি, লখনউ সুপার জায়ান্ট), ইশান পোরেল (২০ লাখ, পাঞ্জাব কিংস ), তুষার দেশপান্ডে (২০ লাখ, চেন্নাই সুপার কিংস), আঙ্কিত সিং রাজপুত (২০ লাখ, লখনউ সুপার জায়ান্ট)
সেট-৯ (আন ক্যাপড স্পিনার)
নূর আহমেদ (৩০ লাখ, গুজরাট টাইটান্স), মুরগান অশ্বিন ( ১ কোটি ৬০ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স), এম সিদ্ধার্থ (অবিক্রিত), কেসি কারিয়াপ্পা ( ৩০ লাখ, রাজস্থান রয়্যালস), শ্রেয়াস গোপাল (৭৫ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), জাগদিশ সুচিত (২০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), আর সাই কিশোর (৩ কোটি, গুজরাট টাইটান্স),
অ্যাসোসিয়েট নেশন
সন্দিপ লামিচানে (অবিক্রিত)
Comments