আইসিসিতে চারজাতি সিরিজের প্রস্তাব দেবেন রমিজ

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন হয় না অনেক বছর ধরে। দু'দলের দেখা হয় কেবল আইসিসি আসরে। এবার চারজাতি সিরিজ আয়োজন করে দু'দলের খেলার ব্যবস্থার পরিকল্পনা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি রমিজ রাজা। ভারত, পাকিস্তান ছাড়া বাকি দুই দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
এক সময় অবশ্য আইসিসি আসরের বাইরে তিন জাতি, চারজাতি টুর্নামেন্ট খুব জনপ্রিয় ছিল। ওয়ানডে সংস্করণের হওয়া সেসব আসর জাগাত রোমাঞ্চ। টি-টোয়েন্টি সংস্করণে আবার সেটা ফিরিয়ে আনার ইচ্ছা রমিজের।
রমিজের মডেল অনুযায়ী চারদেশ মিলে প্রতি বছর হবে এই আসর। একেক বছর আয়োজক থাকবে একেক দেশ, এক টুইটে তেমনটাই স্পষ্ট করেছেন তিনি, 'পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই চার দলকে নিয়ে চারজাতি টি-টোয়েন্টি সিরিজ আয়োজনে আইসিসিতে প্রস্তাব রাখব। একেক বছর একেক দেশ থাকবে আয়োজনের দায়িত্বে।'
এই চার দল সিরিজে অংশ নিলেই এই আসর থেকে আসা মুনাফা বাকি সদস্য দেশগুলোকেও দেওয়ার প্রস্তাব তার, 'রাজস্ব নিয়ে আলাদা একটি মডেল হবে, মুনাফা শতকরা হারে আইসিসির সব সদস্যের মধ্যে ভাগাভাগি হবে।'
আগামী আইসিসি সভাতেই হয়ত রমিজ তার এই প্রস্তাব তুলে ধরবেন। এই টুর্নামেন্ট আয়োজনে অবশ্য আইসিসির ভবিষ্যৎ সূচির পরিকল্পনা কতটা সাংঘর্ষিক হয় দেখার বিষয়।
Comments