আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ

মাঝে নিজেকে অনেকটাই হারিয়ে ফেলেছিলেন মোস্তাফিজুর রহমান। তবে বাজে সময় পেছনে ফেলে গত বছর মাঠে অসাধারণই কাটিয়েছেন তিনি। তার পুরষ্কারটাও পেলেন কাটার মাস্টার। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এ পেসার।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশ ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গত বছর মাঠে ব্যাটে-বলে ধারাবাহিক পারফর্ম করা খেলোয়াড়দের থেকে ১১ জন বাছাই করে সংস্থাটি। সেখানে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন মোস্তাফিজ।
২০২১ সালের শুরু থেকেই দারুণ ধারাবাহিক ছিলেন মোস্তাফিজ। ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে পেয়েছেন ২৮টি উইকেট। বিশেষকরে রান দেওয়ায় বেশ কৃপণ ছিলেন তিনি। ওভার প্রতি খরচ করেছেন ৭ রান। চমৎকার ভেরিয়েশন ও গতির পরিবর্তনে গোটা বছর জুড়েই টাইগারদের বোলিং লাইনআপের মূল ভরসাই ছিলেন এ বাঁহাতি পেসার।
একাদশে মোস্তাফিজের পেস বোলিং সঙ্গী পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দলটির নেতৃত্বে আছেন বছর জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা বাবর আজম। উইকেটের পেছনে আছেন রেকর্ড রান সংগ্রহকারী মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান থেকে ৩ জন থাকলেও জায়গা পাননি ভারতের কেউই। শ্রীলঙ্কা থেকে রয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বাধিক উইকেটসংগ্রহকারী ওয়ানিন্দু হাসারাঙ্গা।
পাকিস্তানের মতো একাদশে তিন খেলোয়াড় আছে দক্ষিণ আফ্রিকা থেকেও। এইডেন মার্করাম ও ডেভিড মিলারের সঙ্গে রয়েছেন স্পিনার তাবরাইজ শামসি। অস্ট্রেলিয়া থেকে সুযোগ পেয়েছেন দুই ক্রিকেটার মিচেল মার্শ ও জশ হ্যাজলউড। ইংল্যান্ড থেকে আছেন জস বাটলার।
আইসিসি ম্যান্স টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার:
জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজলউড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহিন শাহ আফ্রদি।
Comments