আইসিসি নয়, আমিই ক্রিকেটের বস: গেইল

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান স্পর্শ করার দিন মজা করে বললেন, আইসিসি নয় ক্রিকেটের সত্যিকার বস তিনিই। 
Chris Gayle
ছবি: টুইটার

নিজেকে পরিচয় দেন ‘ইউনিভার্স বস’ নামে। ব্যাটেও ‘ইউনিভার্স বস’ লেখা স্টিকার লাগিয়ে খেলতে নামতেন। কিন্তু আইসিসির বাধায় তা খুলে ফেলতে হয়েছে। এখন তার ব্যাটে লেখা আছে শুধুই  ‘দ্য বস’। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড়ো ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতে ১৪ হাজার রান স্পর্শ করার দিন মজা করে বললেন, আইসিসি নয় ক্রিকেটের সত্যিকার বস তিনিই। 

মঙ্গলবার সেন্ট লুসিয়ায় ৭ ছক্কায় ৩৮ বলে ৬৭ রান করে উড়িয়ে দেন অস্ট্রেলিয়াকে। ১৪১ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ জেতে ৬ উইকেটে। এই ম্যাচেই স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ হাজার রানের অনন্য মাইলফলক স্পর্শ করেন ৪২ বছর বয়েসী গেইল।

ম্যাচ শেষে ব্যাটের স্টিকার প্রসঙ্গে কথা উঠলে গেইল হাঁটলেন নিজের স্বভাব সুলভ আমুদে মেজাজে,  ‘এখানে লেখা আছে “দ্য বস”, আসলে এটাই ইউনিভার্স বস। কিন্তু আইসিসি চায় না আমি ‘ইউনিভার্স বস’ শব্দটা ব্যবহার করি। তাই একটু সংক্ষিপ্ত করেছি। তবে আমিই তো বস।’

ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা হিসেবে আইসিসিরই হওয়ার কথা ইউনিভার্স বস, গেইলকে তা মনে করিয়ে দিতেই তিনি আরেক কাটি সরেস,   ‘আরে না না না, তারা নয়.. আইসিসি নয়, আমিই টেকনিক্যালি ক্রিকেটের বস(হাসি)’

বয়স ৪২ পেরিয়ে গেলেও নিজেকে এখনো ছুটে চলার পথিক ভাবছেন গেইল। ১৪ হাজার রান স্পর্শ করার দিন জানিয়ে দিলেন পরের লক্ষ্যটাও, ‘আমার এখন নিজের লক্ষ্য হওয়া উচিত ১৫ হাজার। আশা করছি আরও অনেক রান করব। দেখিয়ে দিব আমার সামর্থ্য আসলে কতটা।’

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

1h ago