আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন টেইলর

Brendan Taylor
সেঞ্চুরির পর টেইলরের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

জিম্বাবুয়ের অনেক সাফল্যের নায়ক ব্র্যান্ডন টেইলর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেই হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

৩৪ বছর বয়েসী এই ব্যাটসম্যান রোববার ইন্সটাগ্রামে এক পোস্টে ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন। সোমবার বেলফাস্টে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে জিম্বাবুয়ে। এই ম্যাচেই জিম্বাবুয়ের জার্সিতে শেষবারের মতো দেখা যাবে তাকে।

ইন্সটাগ্রাম পোস্টে নিজের বিদায় ঘোষণা দিয়ে টেইলর লেখেন, 'প্রিয় স্বদেশের হয়ে কাল আমি আমার শেষ ম্যাচটা খেলতে নামছি। ১৭ বছরের ক্যারিয়ার চরম উত্তান-পতনের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু উপলব্ধি হয়েছে আমি কতটা ভাগ্যবান যে এতটা লম্বা সময় ধরে এই জায়গায় খেলতে পেরেছি। গর্বের সঙ্গে জিম্বাবুয়ের জার্সি পরে নেমেছি এবং সব নিংড়ে দিয়ে খেলেছি।'

'২০০৪ সালে শুরু করার পর আমার লক্ষ্য ছিল দলের হ্যে অবদান রাখা। আশা করি আমি তা করতে পেরেছি।'

২০০৪ সালে অভিষেকের পর জিম্বাবুয়ের হয়ে ২০৪ ওয়ানডেতে ১১ সেঞ্চুরিতে ৬ হাজার ৬৬৭ রান করেছেন টেইলর। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে রান সংগ্রহে তার উপর আছেন কেবল অ্যান্ডি ফ্লাওয়ার (৬৭৮৬ রান)।

৩৪ টেস্টের ক্যারিয়ারে টেইলরের রান ২ হাজার ৩২০। ৪৫ টি-টোয়েন্টিতে করেছেন ৯৩৪ রান।

২০১১ সালে জিম্বাবুয়ের অধিনায়কত্ব পান টেইলর। এই দায়িত্বে ছিলেন ২০১৪ পর্যন্ত। শেন উইলিয়ামসের অনুপস্থিতে গত জুলাই মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দেন টেইলর।

২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বেশি রান করার পর জাতীয় দল ছেড়ে কোলপ্যাক চুক্তিতে ইংল্যান্ড পাড়ি জমান তিনি। চুক্তি করেন নটিংহ্যামশায়ারে। পরে ফিরে এসে ফের জিম্বাবুয়ের হয়ে খেলতে নামেন। আনেন সাফল্য। আরও অনেক কিছু দেওয়ার সম্ভাবনা থাকলেও সেরা অবস্থায় বিদায় বলে দিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

6h ago