আফ্রিদি মিথ্যাবাদী ও চরিত্রহীন: কানেরিয়া
বোমা ফাটালেন ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত দানিশ কানেরিয়া। ধর্মীয় কারণে জাতীয় দলে খেলার সময় তাকে প্রায়ই হেনস্থার শিকার হতে হয়েছে বলে জানান তিনি। এমনকি পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে 'চরিত্রহীন' বলেও অভিযোগ করেছেন এ সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
সম্প্রতি বার্তাসংস্থা আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন কানেরিয়া। সেখানে আফ্রিদি একজন 'মিথ্যাবাদী', 'চরিত্রহীন' ও 'ষড়যন্ত্রকারী' বলেও উল্লেখ করেন তিনি। হিন্দু হয়ে পাক জাতীয় দলে আফ্রিদি তাকে বারবার হেনস্থা করেছেন বলে জানান।
অবশ্য পাকিস্তান ক্রিকেটে এ অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও এমন দাবি করেছিলেন। গত বছর নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, হিন্দু হওয়ার কারণে কানেরিয়াকে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের খারাপ ব্যবহারের মুখোমুখি হতে হয়েছে।
আইএএনএসকে কানেরিয়া বলেছেন, 'আমার সমস্যা সর্বপ্রথম সবার সামনে আনেন শোয়েব আখতার। এ জন্য তাকে ধন্যবাদ। পরে যদিও তাকে বেশ চাপের মুখে পড়তে হয়েছে। তাই এ বিষয়ে সে মুখ খোলা বন্ধ করে দেয়। তবে এটা আমার সঙ্গে বারবার ঘটেছে। শাহিদ আফ্রিদি বরাবর আমাকে অপমান করতেন। আমরা একই বিভাগে খেলতাম। আমাকে বেঞ্চে বসিয়ে রাখত। ওয়ানডেতে খেলতে দিত না।'
তোপ দাগিয়ে আরও বলেন, 'সে চাইত না আমি পাকিস্তানের হয়ে খেলি। সে একজন মিথ্যুক। প্রভাব খাটাত। কারণ ও চরিত্রহীন। দলের বাকিদের আমার বিরুদ্ধে উস্কে দিত। তবে আমার ফোকাস বরাবর ক্রিকেটে থাকত। এ সমস্ত বিষয়গুলো সযত্নে এড়িয়ে চলতাম। আমি পারফর্ম করলে ও হিংসায় ভুগত। পাকিস্তানের হয়ে খেলার জন্য এখনও আমি গর্বিত। আমি কৃতজ্ঞ।'
২০০৯ সালের ঘটনায় ২০১২ সালে কানেরিয়ার বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়ায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সব ধরনের ক্রিকেট থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করে তাকে। সে নিষেধাজ্ঞা তুলে নিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন তিনি।
কানেরিয়ার দাবি, তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ ভুয়া। 'ভুল অভিযোগ আমার গায়ে সেঁটে দেওয়া হয়েছে। যে এই ঘটনার জড়িত, তার সঙ্গে আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে। সে আফ্রিদি সহ পাকিস্তানের অন্য ক্রিকেটারদেরও ঘনিষ্ঠ। তবে আমাকে কেন টার্গেট করা হল, সেটা জানি না। পিসিবির কাছে অনুরোধ করব, এই নির্বাসন যেন তুলে নেওয়া হয়, যাতে আমি নিজের কাজ করতে পারি।'
নির্বাসন তুলে নেওয়া অনুরোধ জানিয়ে আরও বলেন, 'অনেক গড়াপেটায় জড়িত ক্রিকেটারকেই ছেড়ে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে সেরকম কেন করা হচ্ছে না, জানি না। দেশের হয়ে খেলেছি। বাকিদের মত আমারও সুযোগ প্রাপ্য। এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছি না। পিসিবির কাছে কোনো চাকরির আবেদন করছি না। স্রেফ অনুরোধ করছি নির্বাসন যেন তুলে নেওয়া হয়। যাতে আমি নির্বিঘ্নে মনের শান্তিতে নিজের কাজ করতে পারি।'
Comments