আমরা কখনো স্পিন ভালো খেলতাম না: মাশরাফি

বাংলাদেশ দলের স্পিন দুর্বলতার কথা দক্ষিণ আফ্রিকা থাকাকালীন সময়েই বলেছিলেন টেস্ট সংস্করণের অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা। এবার টেস্ট অধিনায়কের সঙ্গে সূর মিলিয়ে একই কথা বললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
Mashrafe Mortaza
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ দলের স্পিন দুর্বলতার কথা দক্ষিণ আফ্রিকা থাকাকালীন সময়েই বলেছিলেন টেস্ট সংস্করণের অধিনায়ক মুমিনুল হক। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা। এবার টেস্ট অধিনায়কের সঙ্গে সূর মিলিয়ে একই কথা বললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে এবার রীতিমতো বিধ্বস্ত হয়েই হেরেছে বাংলাদেশ। দুই টেস্টের কোনো ম্যাচেই ব্যাটাররা সে অর্থে দাঁড়াতে পারেননি। তরুণ মাহমুদুল হাসান জয়ের একটি ইনিংস ছাড়া প্রাপ্তি নেই কিছুই। প্রতিপক্ষের স্পিনেই ঘায়েল হয় টাইগাররা।

অথচ টেস্ট আঙিনায় প্রবেশের শুরু থেকেই ঘরের মাঠে স্পিন উইকেট তৈরি করে আসছে বাংলাদেশ। ঘরোয়া কি আন্তর্জাতিক দেশের উইকেটে অধিকাংশ সময়ই স্পিনারদের মোকাবেলা করে এসেছেন টাইগাররা। কিন্তু তারপরও স্পিনে টাইগার ব্যাটারদের গাঁথুনিটা শক্ত হয়নি বলেই মনে করেন মাশরাফি, '(স্পিন দুর্বলতা) সব সময়ই ছিল। আমরা কখনো স্পিন ভালো খেলতাম না।'

যুক্তি হিসেবে ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের পারফরম্যান্সের কথা উল্লেখ করেন সাবেক অধিনায়ক, 'আমাদের ঘরোয়া ক্রিকেট দেখেন, প্রথম শ্রেণী ক্রিকেট দেখেন স্পিনাররা ৭/৮টা ইভেন অনিয়মিত স্পিনাররাও ৫/৬টা করে উইকেট পায়। আপনি যদি জাতীয় লিগ দেখেন, এই লিগে খেয়াল করেন। তার মানে পরিষ্কার যে আমরা স্পিন অতো ভালো খেলি না।'

'টপ ক্লাস স্পিন লাইক সাকিব খেললে তো...রাজ্জাক যখন খেলেছে, মোশরাফ রুবেল মারা গেল ওরও কিন্তু অলমোস্ট ৪০০ উইকেট প্রথম শ্রেণিতে। আপনি যদি খেয়াল করেন আমরা কোনো সময়ই (পারিনি)... তারা তো প্রায় ২০ বছর ধরে ক্রিকেটটা খেলে আসছে। তারমানে আমরা কোনো সময় স্পিনটা ভালো খেলিনি,' যোগ করেন মাশরাফি।

বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষদের আরও ভালো মানের স্পিনার থাকার কারণেই চ্যালেঞ্জটা বেশি বলে মনে করেন তিনি, 'এখান থেকে আন্তর্জাতিক লেভেলে তো আরও অভিজ্ঞ বোলার। তাদের ভ্যারিয়েশন আছে, টার্ন আছে। এর আগে মুরালিধরন ছিল। তাদের অনেক ভ্যারিয়েশন আছে। তাই চ্যালেঞ্জটা আমাদের স্পিনে সব সময় থাকে। তবে ওই বললাম যে আমাদের স্পিনাররাও ভালো এই উইকেটে।'

বাংলাদেশের জয় পাওয়া ম্যাচেও ব্যাটাররা বিশেষ করতে পারেননি বলে উল্লেখ করেন মাশরাফি, 'আমরা যদি টেস্ট ম্যাচ জেতাগুলো দেখেন, সেক্ষেত্রে দেখবেন যে আমরা বোলিং ভালো করেই জিতেছি। ব্যাটিং হয়তোবা ২৫০/২২০। ওরা হয়তোবা ওই রানটা করতে পারেনি। আবার আমরা ১৫০/২০০ করে ওদের স্পিনে আটকে দিয়েছি। তাই উইকেট যদি স্পিন হয় আমাদের স্পিনাররাও ম্যাচ জিতিয়েছে।'

আগামী মাসের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। ঘরের বাংলাদেশকে ফেভারিট মানছেন মাশরাফি, 'আমরা যদি হোমে খেলি আমরা সব সময় আশাবাদী। কোন সংস্করণ ব্যাপার না। যখন হোমে খেলা নিশ্চিতভাবে আমরা ফেভারিট যে কোনো টিমের বিপক্ষে। হয়তো টেস্ট ক্রিকেটে প্রথম সারির ভারত, অস্ট্রেলিয়া এদের সাথে হয়তোবা না। কিন্তু তারপরও আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, ইন্ডিয়াকে হারিয়েছি শ্রীলঙ্কাকে কেন নয়?'

'বাংলাদেশের যখন খেলা হবে টেস্ট ক্রিকেট, আমি মনে করি সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড বা আপনারা যারা মিডিয়াতে আছেন, আমরা যারা সাবেক খেলোয়াড় বাইরে রয়েছি সবাই আশাবাদী। হ্যাঁ, আমরা দুটা টেস্ট ম্যাচ হেরে এসেছি বাজে ভাবে যা আশা করিনি। তার মানে এই না আমরা ভালো খেলব না। আমার বিশ্বাস বাংলাদেশ ইতিবাচক পারফরম্যান্স করবে এবং জিতবে ইনশাল্লাহ,' যোগ করেন মাশরাফি।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

47m ago