'ইনজুরি হবে আবার ফিরে আসা হবে, এটাই ‘মজা’

ক্যারিয়ারের পথচলা এখনো অনেকটা বাকি। তবে যেটুকু সময় পেরিয়ে এসেছেন তাসকিন আহমেদকে বারবার থামিয়েছে ইনজুরি। ফিরতে হয়েছে লড়াই করে, নতুনভাবে। তবে এটাকে পেস বোলারদের জীবনের অংশই মনে করছেন তিনি। এই চ্যালেঞ্জ তার কাছে অনেকটা উপভোগ্যও।
কাঁধের চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে ছিটকে যান তাসকিন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যায়নি। চোট সারাতে গিয়েছিলেন ইংল্যান্ডের। সেখানকার চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের বদলে 'কনজারভেটিভ ট্রিটমেন্ট' নিয়ে সেরে উঠেছেন তিনি।
পুনর্বাসন প্রক্রিয়া চলছে পুরোদমে। ফিটনেস টেনিংয়ের ধাপ পেরিয়ে এখন শুরু করেছেন স্কিল ট্রেনিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনেকদিন পর বল হাতে দেখা যায় তাকে। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে জানিয়েছেন ধীরে ধীরে নিজের ছন্দে ফিরছেন তিনি, 'খুব ভালো লাগছে, স্বস্তিও লাগছে। যদিও লো-ইনটেনসিটিতে শুরু করেছি, তবে অনেক দিন পর বোলিং শুরু করেই আমি খুশি। আজকে অনেক দিন পর বোলিং করলাম, ৮ ওভার।'
'একা একা রিহ্যাব করাটা অনেক বিরক্তিকর। ক্রিকেটার হিসেবে বাইরে বসে খেলা দেখাও অনেক কষ্টের। আজকে বোলিং করতে পেরে ভালো লাগছে।'
ছোট ক্যারিয়ারের বারবার চোটে পড়ে থেমে যাওয়া যেকোনো ক্রিকেটারেরই জন্যই দমে যাওয়ার বিষয়। তবে এই ব্যাপারে তাসকিনের দর্শন ভিন্ন। তিনি বরং পুরো বিষয়টি দেখতে চান ইতিবাচকভাবে, 'ইনজুরি তো জীবনের অংশ। দুনিয়ার সব ফাস্ট বোলারের কম-বেশি ইনজুরি হয়ে থাকে। এটা হবে, আবার ফিরে আসতে হবে। এটাই চ্যালেঞ্জ, এটাই মজা।'
চোট থেকে বারবার ফিরে এসে সেরা অবস্থায় যাওয়ায় তাসকিনের বরাবরের প্রেরণা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, 'ইনজুরি যে কারও হতে পারে। হাতে আছে কেবল প্রক্রিয়া ও শৃঙ্খলা রাখা। এগুলোই চেষ্টা করতে পারি। নিয়ন্ত্রণে যেসব আছে, ওসবকেই আরও ধারালভাবে করতে চাই। স্বপ্ন তো সবসময়ই তিন ফরম্যাটে নিয়মিত খেলার। কিন্তু ইনজুরির বাধা মাঝেমধ্যে আসবে, এটাই জয় করতে হবে।'
'আমাদের সবচেয়ে বড় উদাহরণ মাশরাফি ভাই, তিনিও অনেক ইনজুরির সঙ্গে লড়াই করে খেলেছেন। এসব দেখার পর আমরা তরুণ ফাস্ট বোলাররা অনুপ্রাণিত হই যে ইনজুরি হবেই, ফিরে আসতে হবে।'
Comments