ইপিএলে আবারও হতাশ করলেন তামিম

নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) আরও একবার হতাশ করলেন তামিম ইকবাল। ফের ইনিংস লম্বা করতে ব্যর্থ হলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার ব্যাট না হাসলেও ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ টাই করল তার দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স।
বৃহস্পতিবার কীর্তিপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৭ রান তোলে ললিতপুর। জবাবে পুরো ওভার খেলে ভাইরাহাওয়াও ১৭৭ রান করতে পারে ৫ উইকেট খুইয়ে।
শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান দরকার ছিল ভাইরাহাওয়ার। প্রথম ৩ বলে ৪ রান দেওয়ার পাশাপাশি কুশল মাল্লার উইকেট তুলে নেন রশিদ খান। তাতে ম্যাচের পাল্লা হেলে পড়ে ললিতপুরের দিকে। কিন্তু শেষ ৩ বলে ১৩ রান আদায় করে নেয় ভাইরাহাওয়া। চতুর্থ বলে উপুল থারাঙ্গা ছক্কা হাঁকিয়ে পরের বলে নেন সিঙ্গেল। এরপর নাটকীয় লড়াইয়ের শেষ ডেলিভারিতে পেসার রশিদকে ছক্কা মেরে ম্যাচ টাই করেন ভাইরাহাওয়ার অধিনায়ক শারদ ভেসাওকার।
ওপেনিংয়ে নামা বাঁহাতি তামিম ১৬ বল খেলে করেন ১৪ রান। তার ইনিংসে ছিল তিনটি চার। সাজঘরে ফেরার আগে পেসার রিজান ঢাকালের বলে তিনি মিড অফে ক্যাচ দেন ললিতপুরের দলনেতা কুশল ভুরতেলের হাতে।
তামিম যখন আউট হন তখন ভাইরাহাওয়ার দলীয় সংগ্রহ ছিল ৪.৪ ওভারে ২ উইকেটে ২৮ রান। পরের ওভারে বিদায় নেন রোহিত পাউডেল। তবে বিপর্যয় সামলে তারা এগিয়ে যায় থারাঙ্গার ব্যাটে চড়ে। পরে কুশলও আগ্রাসী ইনিংস উপহার দেন। কিন্তু তাদের প্রচেষ্টা সত্ত্বেও জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি ভাইরাহাওয়া। থারাঙ্গা ৪৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। কুশল করেন ১৯ বলে ৩৫ রান।
বিরাটনগর ওয়ারিয়র্সের বিপক্ষে আগের দিন সহজ লক্ষ্যে খেলতে নেমেও হতাশ করেছিলেন তামিম। রামনরেশ গিরির বলে সুনিত মহারজনের তালুবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছিল ১২ রান। মাঠ ছাড়ার আগে ১৩ বলের ইনিংসে একটি করে চার ও ছক্কা মেরেছিলেন তিনি।
Comments