উঠতি তারকা হিসেবে শফিক নিজের জাত চিনিয়েছে: বাবর

ছবি: টুইটার

শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড লক্ষ্য তাড়ায় সামনে থেকে ভূমিকা রাখলেন আবদুল্লাহ শফিক। সেঞ্চুরি হাঁকিয়ে এই উঠতি তারকা ওপেনার খেললেন টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। একপ্রান্ত আগলে তার চোখ ধাঁধানো ব্যাটিংয়ের সুবাদে ঐতিহাসিক জয় পেল পাকিস্তান। অবধারিতভাবে ম্যাচসেরার পুরস্কার পাওয়া শফিকের প্রশংসায় মাতলেন দলটির অধিনায়ক বাবর আজম।

বুধবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের পঞ্চম দিনে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে পাকিস্তান। স্বাগতিক লঙ্কানরা তাদের ছুঁড়ে দিয়েছিল ৩৪২ রানের পাহাড়সম লক্ষ্য। মধ্যাহ্ন বিরতির পর ৬ উইকেটে ৩৪৪ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করে দেওয়া শফিক অপরাজিত থাকেন ১৬০ রানে। ৪০৮ বলের ম্যারাথন ইনিংসে তিনি মারেন ৭ চার ও ১ ছক্কা।

গলে সবচেয়ে বেশি রান তাড়া করে জিতে ইতিহাস গড়ল পাকিস্তান। এর আগে এই মাঠে কোনো দলের তিনশ রান তাড়ার নজিরও ছিল না। তাছাড়া, পাকিস্তানের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার কীর্তি এটি।

আগের দিন পাকিস্তান শেষ করেছিল ৩ উইকেটে ২২২ রান তুলে। এদিন এক পর্যায়ে কিছুটা শঙ্কায় পড়েছিল তারা। তবে ২২ বছর বয়সী শফিক দৃঢ়তা দেখিয়ে পা হড়কাতে দেননি দলকে। তিনি অবশ্য যেমন নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারেন, তেমনি শ্রীলঙ্কাও নিজেদের দুর্ভাগা ভাবতে পারে। দুবার ক্যাচ তুলেও বেঁচে যান শফিক। প্রথম সেশনের শেষদিকে তার তোলা কঠিন ফিরতি ক্যাচ হাতে জমাতে পারেননি ধনঞ্জয়া ডি সিলভা। দ্বিতীয় সেশনে পাকিস্তানের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ধনঞ্জয়ার বলেই শফিকের ক্যাচ ছাড়েন কাসুন রাজিথা।

ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক বাবর প্রাপ্য কৃতিত্ব দেন শফিককে, 'আমরা জানি কীভাবে স্পিন খেলতে হয়। তাই আমাদের বিশ্বাস ছিল (যে আমরা পারব)। আমি আর আবদুল্লাহ (শফিক) কেবল জুটি গড়ার চেষ্টা করেছি। একজন উঠতি তারকা হিসেবে সে নিজের জাত চিনিয়েছে ও ধৈর্যের পরিচয় দিয়েছে। তাকে পারফর্ম করতে দেখা আনন্দের।'

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডানহাতি শফিক তুলে ধরেন রানের পাহাড় টপকানোর জন্য তাদের বেছে নেওয়া কৌশল, 'আমি খুশি যে আমরা লক্ষ্য তাড়া করতে পেরেছি। এই রেকর্ড লক্ষ্য তাড়া করায় গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের পরিকল্পনা ছিল সহজ। আমাদের রান করার পেছনে ছুটতে হবে। ব্যাট করা কঠিন হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটা সহজ হয়ে যায়। নতুন বলে স্পিনারদের খেলা কিছুটা কঠিন ছিল।'

সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবরের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করা উপভোগের কথাও জানান শফিক, 'বাবর বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমি ক্রিজে তার সঙ্গে ব্যাট করা উপভোগ করি।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

7h ago