এবারও কলকাতার একাদশে ঠাঁই হলো না সাকিবের

স্থগিত হওয়ার আগে তিন ম্যাচ খেলেই একাদশে জায়গা হারিয়েছিলেন সাকিব আল হাসান। দ্বিতীয় দফায় এসেও শুরুতে বদলালো না পরিস্থিতি। কলকাতা নাইট রাইডার্স একাদশে জায়গা পেলেন না বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার।
সোমবার আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের অষ্টোম ম্যাচে নেমেছে কলকাতা। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। কলকাতা একাদশ নিয়েই ছিল বাংলাদেশের মানুষের যত কৌতূহল।
তবে কলকাতা সাকিবের বদলে ক্যারিবিয়ান সুনিল নারাইনকেই বেছে নিয়েছে। অন্য তিন বিদেশি কোটায় অধিনায়ক ওয়েন মরগ্যান, অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও পেসার লুকি ফার্গুসেনকে নিয়েছে দলটি। কলকাতার হয়ে এদিন অভিষেক হয়েছে অলরাউন্ডার ভেঙ্গেটস আইয়ারের।
স্থগিত হওয়ার আগে এবারের আসরে সাকিবের পারফরম্যান্স অবশ্য ছিল বেশ হতাশাজনক। তিন ম্যাচ খেলে ব্যাট হাতে তিনি করেন কেবল ৩৮ রান, ওভার প্রতি আটের বেশি রান দিয়ে বোলিংয়ে নেন ২ উইকেট।
এই আসরে কলকাতার অবস্থাও নাজুক। ৭ ম্যাচে মাত্র দুই জয় নিয়ে সাত নম্বরে পড়ে আছে তারা।
কলকাতা নাইট রাইডার্স একাদশ: শুভমান গিল, নিতিশ রানা, রাহুল ত্রিপাঠি, ওয়েন মরগ্যান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুনিল নারাইন, ভেঙ্কেটেশ আইয়ার, লুকি ফার্গুসেন, বরুণ চক্রবর্তী, প্রসিদ কৃষ্ণ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি, দেবদূত পাড়িকাল, শ্রীকার ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবিডি ভিলিয়ার্স, ভানিন্দু হাসারাঙ্গা, শচিন বেবি, কাইল জেমিসন, মোহাম্মদ সিরাজ, হার্শাল প্যাটেল, যুজভেন্দ্র চেহেল।
Comments