কঠিন সময় থেকে বেরুনোর অপেক্ষায় টিম ডিরেক্টর

একের পর এক হার। টানা হারের মানসিক অবসাদের সঙ্গে লম্বা ভ্রমণের ধকল। এরপরই শুরু কোয়ারেন্টিনের বদ্ধ পরিবেশ। বাংলাদেশ দলের অবস্থা আসলেই কাহিল। নিউজিল্যান্ডে প্রথম দিনের কোয়ারেন্টিনে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কণ্ঠে কঠিন সময় থেকে বের হওয়ার আকুতি।
গত বুধবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শোচনীয় হারের পর ওইদিন দিবাগত রাতেই ফ্লাইট ধরে বাংলাদেশ দল। দুবাই হয়ে লম্বা ভ্রমণ শেষে শুক্রবার বাংলাদেশ সময় ভোরে নিউজিল্যান্ড পৌঁছে তারা।
ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল এখন আছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। কোয়ারেন্টিনের প্রথম চারদিন কেউ কারো সঙ্গে দেখা করতে পারবেন না। একাধিক কোভিড-১৯ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার পর মিলবে ছোট ছোট গ্রুপে অনুশীলন। সাতদিন পর একদম মুক্ত হবেন ক্রিকেটাররা। তখন কোন রকম সুরক্ষা বলয় ছাড়াই মিলবে অবাধে চলাফেরার স্বাধীনতা।
শনিবার ভিডিওবার্তায় নিজেদের হালচাল জানিয়েছেন সুজন, 'আজ কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে নাস্তার পর দুই ডাক্তার, নার্স এসেছিলেন। জ্বর মেপেছেন। কাল যখন প্রথম এখানে এসে সবাই সবার রুমে যাই এরপর আর কারো সঙ্গে দেখা হয়। দুই-একজনের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। এছাড়া সব ঠিক আছে।'
জেতার মধ্যে থাকলে কোয়ারেন্টিনের এসব পরিস্থিতিও হয়ত থাকত ফুরফুরে। হারের ক্লান্তির সঙ্গে সীমাবদ্ধ চলাচল মিলিয়ে সময়টা বেশ কঠিন। সুজন আশা করছেন মাঠ ও মাঠের বাইরে সবই ঠিক হয়ে যাবে, 'কঠিন সময় যাচ্ছে, পাকিস্তান সিরিজ থেকে কঠিন সময় যাচ্ছে। আরও দুই তিনদিন কষ্ট করতে হবে, তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। আশা করছি সব ঠিক হয়ে যাবে।'
কোয়ারেন্টিন শেষ করে টেস্ট সিরিজের আগে নিউজিল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আসছে বছরের প্রথম দিনে মাউন্ট মাঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্টে। ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চ ফিরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
Comments