করাচি কিংসের দুর্দশায় বাংলাদেশকে টানলেন সালমান বাট!

আট ম্যাচ খেলে আটটিতেই হার। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ করাচি কিংস  হাঁটছে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বাজে ফলের দিকে। অথচ দলটির অধিনায়ক কিনা খোদ পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। কেন দলটির এই হাল, বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট নেতিবাচক উদাহরণে টেনে আনলেন বাংলাদেশকে।

বুধবার মুলতান সুলতান্সের বিপক্ষে করাচিং ৮ম হারের পর বাউন্ডারি লাইনে মেন্টর ওয়াসিম আকরামের সঙ্গে বাবরকে কড়া আলাপে ব্যস্ত দেখা যায়। বাবরের অধিনায়কত্ব নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বাবরের পক্ষেই অবস্থান সালমানের। তা করতে গিয়ে তিনি টেনে আনেন বাংলাদেশের কথা। বোঝাতে চাইলেন অধিনায়ক নয়, দল খারাপ হওয়াতেই তাদের এই হাল, 'সে (বাবর) পাকিস্তানেরও অধিনায়ক। এখন যদি আপনি এমএস ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন তাহলেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে না। কিছু পরিবর্তন আনতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে।'

'যদি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনি স্কোয়াডে ভারসাম্য না আনতে পারেন, আপনি তেমন কিছু করতে পারবেন না। বাবর এসব খেলোয়াড়দের টুর্নামেন্টের সপ্তাহ খানেক আগে পেয়েছে। আপনি যত শক্তিশালী পরিকল্পকই হন না কেন স্পেশালিষ্ট খেলোয়াড় না থাকলে কিছু ম্যাটার করবে না।'

দলটি কেবল অলরাউন্ডারে ভরপুর বলে ভারসাম্য আসেনি বলে মত ম্যাচ ফিক্সিং করে নিষিদ্ধের সাজা পাওয়া  বাটের, 'আমি দেখছি তাদের কেবল অলরাউন্ডার মোহাম্মদ নবি, ইমাদ ওয়াসিম, লুইস গ্রেগরি, উমাইদ আসিফ, ক্রিস জর্দান…কোন জুতসই পেস বোলার নেই। কোন ভাল লেগ স্পিনার নেই, কোন ব্যাটসম্যান নেই। ১১ জনের মধ্যে যদি ৭-৮ অলরাউন্ডার থাকে তাহলে তেমন কিছু করতে পারবে না। এই খেলাটা বিশেষজ্ঞদের, অলরাউন্ডারদের না।'

'আপনার এমন কিছু খেলোয়াড় দরকার যারা খেলাটা নিয়ন্ত্রণ করতে জানে।'

Comments