কিউই পেসে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকার ইনিংস হার

ম্যাট হেনরির তোপে প্রথম ইনিংসে একশোর নিচে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে নিউজিল্যান্ড বিশাল রান করার পর দ্বিতীয় ইনিংসে ঝাঁজ দেখালেন টিম সাউদি। হেনরি, নেইল ওয়েগনাররাও তুললেন উইকেট। এবার টেনেটুনে একশো পেরিয়ে থামল প্রোটিয়ারা। আড়াই দিনে তারা ম্যাচ হারল ইনিংস ব্যবধানে।
ক্রাইস্টচার্চ টেস্টে শনিবার তৃতীয় দিনেই হয়ে গেছে ফায়সালা। দক্ষিণ আফ্রিকাকে ইনিংস ও ২৭৬ রানে বিধ্বস্ত করেছে নিউজিল্যান্ড। টেস্ট ইতিহাসে প্রোটিয়াদের এ প্রথমবার ইনিংস ব্যবধানে হারালো কিউইরা।
ডিন এলগারের দল প্রথম ইনিংসে ৯৫ রানে গুটিয়ে যাওয়ার পর ৪৮২ রান করে ৩৮৭ রানের লিড নেয় নিউজিল্যান্ড। বিশাল রানের নিচে ব্যাট করতে গিয়ে দ্বিতীয় দিনে ৪ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।
আগের দিনের ৩ উইকেটে ৩৪ রান নিয়ে নেমে তৃতীয় দিনেও ভিন্ন গল্প লেখা হয়নি তাদের। চরম আরও একবার ব্যাটিং ব্যর্থতায় বেশি দূর আগাতে পারেনি তারা। দলের ৪৬ রানে কাইল জেমিসনের বলে বিদায় নেন জুবায়ের হামজা। টেম্বা বাভুমা প্রতিরোধ গড়েছিলেন। তার লড়াই থামান ওয়েগনার। ৭৩ বলে সর্বোচ্চ ৪১ আসে বাভুমার ব্যাট থেকে। বাভুমার সঙ্গে জুটিতে ৪১ রান আনা কাইল ভেরেইনেকে ফেরান সাউদি। আগের দিনই ২ উইকেট তুলা এই ডানহাতি পেসার এরপর দ্রুত শেষ করে দেন প্রোটিয়ার ইনিংস। ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।
তবে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট ও এগারো নম্বরে ব্যাট করতে নেমে ৫৮ রান করে ম্যাচ সেরা হয়েছেন হেনরি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৯৫
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৮২
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৪১.৪ ওভারে ১১১ (আগের দিন ৩৪/৩) (ফন ডার ডাসেন ৯, বাভুমা ৪১, হামজা ৬, ভেরেইনা ৩০, ইয়ানসেন ১০, রাবাদা ০, স্টুয়ারম্যান ১১, অলিভিয়ে ০*; সাউদি ৫/৩৫, হেনরি ২/৩২, জেমিসন ১/২৪, ওয়েগনার ২/১৯)।
ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ২৭৬ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে নিউ জিল্যান্ড ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: ম্যাচ হেনরি
Comments