কোন পরিকল্পনাই ঠিক নেই মুমিনুলের!
ম্যাচের আগের দিন পর্যন্ত উইকেট নিয়ে কোন ধারণা নেই বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের। উইকেট না বোঝার আগে একাদশও সাজাতে পারছেন না, ঠিক করতে পারছেন না পরিকল্পনা। এমনকি চোটগ্রস্থ তামিম ইকবালকে খেলাবেন কিনা, এই সিদ্ধান্ত নিয়েও দোলাচলে আছেন তিনি।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের আগের দিন বাংলাদেশ টেস্ট অধিনায়ককে দেখা গেল ভীষণ দ্বিধাগ্রস্ত।
হাঁটুর চোটে পড়া দলের সিনিয়র ক্রিকেটার ও ব্যাটিংয়ের অন্যতম ভরসা তামিমের খেলা নিয়ে আগের দিন সংশয়ের কথা জানিয়েছিলেন কোচ রাসেল ডমিঙ্গো। সেই সংশয় দূর করে কোন সিদ্ধান্তে আসতে পারেনি দল। চিকিৎসকদের মতে চোট সারাতে তামিমের প্রয়োজন পর্যাপ্ত বিশ্রাম। এই অবস্থায় তাকে খেলানোই ঝুঁকিপূর্ণ।
তবে খেলাবেন কি খেলাবেন না - সেই সিদ্ধান্ত ম্যাচের আগের দিনও নিতে পারেনি বাংলাদেশ। তামিমের যে চোট তা একদিনে সেরে যাওয়ার কথা না। তবু ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অপেক্ষার কথা জানান মুমিনুল, ‘তামিম ভাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা তাই কালকে পর্যন্ত দেখবো। আজকে অনুশীলন আছে কালকে পর্যন্ত দেখে এরপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
তামিম না থাকলে তার জায়গা নেবেন আরেক বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। কিন্তু অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকেও পরে আবার টেস্ট দলে ফিরিয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে খেলানো হবে কিনা, খেলালে কোন পজিশনে তা নিয়েও স্পষ্ট ধারণা দিতে পারেননি মুমিনুল। মাহমুদউল্লাহর খেলা না খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতেও উইকেট না দেখার কথা বললেন তিনি। জিম্বাবুয়েতে বছরের এই সময়টায় স্পিনাররাও কিছুটা সুবিধা পাবে কিনা, নাকি পেসারদেরই বেশি খাটতে হবে এসব প্রশ্নেও, ‘উইকেট দেখতে পারিনি’, ‘উইকেট না দেখে বলা কঠিন’- এসব উত্তর ছিল বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে।
এমনকি কয়জন ব্যাটসম্যান এবং কয়জন বোলার খেলানো হবে তা নিয়েও কন্ডিশনের চিন্তায় দোলাচলে মুমিনুলরা।
৭ জুলাই হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের একমাত্র টেস্ট। তামিমকে শেষ পর্যন্ত না পেলেও প্রতিপক্ষের দুইজন মূল খেলোয়াড় না থাকার স্বস্তিও পেতে পারেন মুমিনুলরা। জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক শেন উইলিয়ামস ও গুরুত্বপূর্ণ সদস্য ক্রেইগ আরভিন আইসোলেশনে থাকায় খেলতে পারছেন না এই ম্যাচ।
Comments