কোভিড আক্রান্ত মার্শ হাসপাতালে, জানাল দিল্লি
একাধিক সাপোর্ট স্টাফের সঙ্গে দলের একজন বিদেশি ক্রিকেটারের করোনাভাইরাসে আক্রান্তের খবর জানা গিয়েছিল আগেই। এবার বিবৃতি দিয়ে দিল্লি ক্যাপিটালস জানাল আক্রান্ত থাকা ক্রিকাটার হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে দিল্লি জানায়, অসুস্থ মার্শ এখন হাসপাতালে, 'দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শ কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লির মেডিকেল এই বিভাগ মার্শের সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।'
প্রথমে করোনায় আক্রান্ত হন দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট, তারপর আক্রান্ত হন একজন সাপোর্ট স্টাফ। পরে কোভিড হানা দেয় মার্শকে। ফিজিও ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে দিল্লির খেলোয়াড়দের প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে নিষেধ করা হয়েছিল। সেই ম্যাচে প্রথমবারের মতো নেমেছিলেন মার্শও।
২০ ও ২২ এপ্রিল পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে পর পর দুই ম্যাচ খেলতে পুনেতে যাওয়ার কথা দিল্লি দলের। তবে করোনার থাবায় আপাতত তারা মুম্বাইয়ের টিম হোটেলে আছেন।
আইপিএলের এবারের নিয়ম কোভিড প্রটোকল অনুযায়ী, ম্যাচ হতে হলে কোন দলের অন্তত ১২ জন সুস্থ খেলোয়াড় লাগবে। এগারো জনের একাদশে অন্তত ৭ জন ভারতীয় খেলোয়াড় থাকতে হবে।
Comments