কোহলিকে ছুটি নেওয়ার পরামর্শ শাস্ত্রীর
সময়টা ভালো যাচ্ছেন বিরাট কোহলি। ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই। নিজের চেনা ছন্দের ধারেকাছেও পৌঁছাতে পারছেন না সময়ের অন্যতম সেরা এ ব্যাটার। এমন পরিস্থিতিতে কোহলিকে সাময়িক বিরতি নেওয়ার পরামর্শ দিলেন ভারতীয় দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী ভারতীয় দলের কোচ থাকাকালীন সময়ে দলের মূল ভরসাই ছিলেন কোহলি। দুইজনের মধ্যে রসায়নটাও ছিল দারুণ। তাই এ তারকা সম্পর্কে ভালো করেই জানেন শাস্ত্রী। সে অভিজ্ঞতা থেকেই হয়তো এ পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার আইপিএলের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে প্রথম বলেই আউট হন কোহলি। বলটা যে খুব আহামরি ছিল তাও নয়। অফস্টাম্পের বাইরে থাকা শর্ট অব লেন্থের বলটি শরীর থেকে দূরে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন এ ব্যাটার।
তবে কোহলি ব্যর্থ হলেও সতীর্থদের পারফরম্যান্সে ঠিকই জয় মিলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। লখনউকে ১৮ রানে হারিয়ে আসরে পঞ্চম জয় তুলে নিয়েছে দলটি। তবে কোহলির ফর্ম ভাবাচ্ছে সবাইকেই।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, 'আমি সরাসরি এখানে মূল লোকের কাছে যেতে চাই। অতিরিক্ত খেলে ফেলছে বিরাট। যদি কারও বিরতির প্রয়োজন হয়, তবে সেটা বিরাটই। ওর মধ্যে এখনও পাঁচ থেকে ছয় বছরের ক্রিকেট পড়ে আছে। মানসিকভাবে বিষণ্ণ হয়ে তুমি সেটা হারিয়ে ফেলতে চাইবে না।'
একটা বড় ইনিংস খেললেই কোহলি আবারও নিজের চেনা ছন্দে ফিরে আসবেন আসবেন বলে মনে করেন শাস্ত্রী। তবে এরজন্য নিজেকে চাঙা রাখতে সাময়িক বিরতি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করে এ সাবেক তারকা ক্রিকেটার।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছেন কোহলি। তাতে করতে পেরেছেন মাত্র ১১৯ রান। গড় ১৯.৮৩। স্ট্রাইক রেট ১২.৯৫। সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলতে পেরেছেন।
Comments