ক্যারিবিয়ানদের চাপে রেখেছে টাইগাররা

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট। এরপর দ্বিতীয় উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে দ্বাদশ ওভার পর্যন্ত। তবে এর মাঝে ক্যারিবিয়ানদের খুব একটা আগাতে দেয়নি বাংলাদেশ। বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে দারুণ চাপে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
রোববার গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভারে ২ উইকেটে ৩৮ রান করেছে ক্যারিবিয়ানরা। শামারাহ ব্রুকস ২৩ ও ব্র্যান্ডন কিং ৩ রানে উইকেটে আছেন।
বাংলাদেশকে এদিন প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তার ফুলার লেংথের ভেতরের দিকে ঢোকানো বলে ফ্লিক করতে চেয়েছিলেন শেই হোপ। বল প্রথমে ব্যাটে লেগে পায়ে চলে যায় স্টাম্পে। ফলে বোল্ড হয়ে খালি হাতে সাজঘরে ফেরেন হোপ। এরপর উইকেটে নেমেই টানা দুই বলে দুটি বাউন্ডারি হাঁকান শামারাহ ব্রুকস।
তবে নাসুম আহমেদের করা পরের ওভারের শেষ বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছিলেন এ ব্যাটার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। যদিও তার আউট নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়। রিপ্লেতে ব্যাট এবং বলের মাঝে কিছুটা ফাঁক দেখা গেলেও আলট্রা এজে দেখা যায় ব্যাটে লাগে বল।
উইকেট পেলেও সে ওভারে ৯ রান খরচ করেন মোস্তাফিজ। যা এখন পর্যন্ত ইনিংসের সবচেয়ে খরুচে ওভার। যে কারণে পরে তাকে আর আনেননি অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ১০ ওভারের মধ্যেই পাঁচ বোলারকে ব্যবহার করেন।
তবে টাইগারদের দ্বিতীয় সাফল্য এনে দেন মেহেদী হাসান মিরাজ। নিজের দ্বিতীয় স্পেলে বোলিং করতে এসে প্রথম বলেই পান ছন্দে থাকা কাইল মেয়ার্সের উইকেট। তাকে সরাসরি বোল্ড করে দেন তিনি। হালকা বাঁকের মুখে বাড়তি বাউন্সে পরাস্ত হন মেয়ার্স। ২৭ বলে ১০ রান করেছেন এ ব্যাটার।
এদিন নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচ। যদিও সকালেই থেমে যায় বৃষ্টি। তবে গত কয়েক দিনের বৃষ্টির সঙ্গে গত রাতের ভারী বৃষ্টির কারণে মাঠ ছিল ভেজা। পরিচর্যার পর মাঠ খেলার উপযোগী করলে কমে আসে ম্যাচের পরিধি। ৪১ ওভারে হবে ম্যাচটি।
Comments