খেলায় ফিরলেন শরিফুল

রোববার বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নামেন শরিফুল। পুরো ১০ ওভারই বল করেছেন তিনি। ১০ ওভার এক মেডেনসহ ৫৬ রান দিয়ে পান মেহেদী হাসান মিরাজের উইকেট।
Shoriful Islam
ছবি: ফিরোজ আহমেদ

গোড়ালির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি শরিফুল ইসলাম। সেই চোট থেকে সেরে উঠলেও শারীরিক অন্য একটি সমস্যায় ভুগছিলেন তিনি। তবে এরমধ্যেই ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলতে নেমেছেন এই বাঁহাতি পেসার।

রোববার বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নামেন শরিফুল। পুরো ১০ ওভারই বল করেছেন তিনি। ১০ ওভার এক মেডেনসহ ৫৬ রান দিয়ে পান মেহেদী হাসান মিরাজের উইকেট।

এদিন প্রাইম ব্যাংকের বিপক্ষে আগে ব্যাটিং পেয়ে ৮ উইকেটে ২৩২ রান করেছে শেখ জামাল ধানমন্ডি।

গোড়ালির চোট থেকে সেরে উঠলেও ইউরিনালের একটি সমস্যার কারণে অস্ত্রোপচারের প্রয়োজন শরিফুলের। সেই অস্ত্রোপচারের সম্ভাবনা থাকায় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা নিয়ে শঙ্কায় আছেন তিনি।

বিসিবি সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল অস্ত্রোপচারের জন্য শরিফুলকে সিঙ্গাপুরে পাঠানো হতে পারে। তার আগে প্রিমিয়ার লিগে একটি ম্যাচ খেলে যাচ্ছেন তিনি।

এই সময়ে অস্ত্রোপচার হলে  ১৫ মে থেকে শুরু হওয়া চট্টগ্রাম টেস্টে তার খেলার সম্ভাবনা কম। ২৩ মে থেকে মিরপুরে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তিনি।

Comments

The Daily Star  | English

Former planning minister MA Mannan arrested in Sunamganj

Police arrested former Planning Minister MA Mannan from his home in Sunamganj's Shatiganj upazila yesterday evening

10m ago