চলেই গেলেন নাদির শাহ

শেষ পর্যন্ত ফুসফুসের ক্যান্সারের কাছে হার মানলেন আইসিসি প্যানেলের সাবেক আম্পায়ার নাদির শাহ। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
গত দুই বছর যাবত ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন সাবেক এ আম্পায়ার। জাতীয় লিগের একটি ম্যাচ চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই আম্পায়ারিং ছেড়ে ঘরেই অবস্থান করছেন তিনি। পরে অবশ্য উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেও গিয়েছিলেন।
সপ্তাহ খানেক আগে শারীরিক অবস্থার অবনতি হলে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আর দুই দিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে। কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে আর জিততে পারলেন না এ আন্তর্জাতিক আম্পায়ার।
অথচ সপ্তাহ খানেক আগেও হাসপাতালের বেডে শুয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি আপলোড করে মাঠে ফেরার আকুলতার কথা জানিয়েছিলেন নাদির। কিন্তু মাঠে আর ফেরা হলো না তার।
আজ বাদ জুম্মা ধানমণ্ডি ৭নং মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
২০০৬ সালে বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ারিংয়ের শুরু নাদির শাহের। ৪০ ওয়ানডে ম্যাচের সঙ্গে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। তিনি ছিলেন সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নাদির শাহ। খেলেছেন ভিক্টোরিয়া, বিমান, আবাহনী, মোহামেডানের মতো ক্লাবের হয়ে।
Comments