ছিটকে গেলেন হ্যাজেলউড

সাইড স্ট্রেইনের চোট নিয়ে প্রথম টেস্টের পরই বাড়ি ফিরে গিয়েছিলেন জশ হ্যাজেলউড। তখন থেকেই তার ছিটকে যাওয়ার আভাস মিলছিল। হয়েছেও সেটাই। ক্রিকেট অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে অ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে নেই এই ডানহাতি অভিজ্ঞ পেসার।
ব্রিসবেনে প্রথম টেস্টে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। সেখানে দুই ইনিংস মিলিয়ে ২৭ ওভার বল করে ৩ উইকেট নেন হ্যাজেলউড। ওই টেস্টেই পান চোট। যা তাকে ছিটকে দিল পরের টেস্ট থেকে। ৩০ বছর বয়েসী হ্যাজেলউড সিডনির বাড়িতে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন। ২৬ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাকে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া।
হ্যাজেলউড ছিটকে যাওয়ায় অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে একাদশে আসতে পারতেন মাইকেল নিসার বা জেই রিচার্ডসনের কোন একজন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব পোর্টালের সঙ্গে আলাপে সাবেক অধিনায়ক রিকি পন্টিং নিসার থেকে রিচার্ডসনকে এগিয়ে রেখেছেন, 'স্টার্কের জায়গায় খেলার খুব কাছে ছিল রিচার্ডসন, সে দারুণ ছন্দে আছে।
যদিও গত সপ্তাহে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ৫ উইকেট নেন নিসার। তবে কন্ডিশন অনুযায়ী স্কিল বিচারে পন্টিংয়ের বাজি রিচার্ডসনের উপর, 'যখন বল স্যুয়িং করবে না তখন নিসার থেকে রিচার্ডসন ভাল পছন্দ হবে। স্যুয়িং, সিমিং কন্ডিশনে অবশ্যই নিসার প্রভাব রাখতে পারবে। কিন্তু আমার মনে হয় রিচার্ডসন কিছুটা এগিয়ে থাকবে।'
১৬ ডিসেম্বরে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ম্যাচটি হবে দিবারাত্রির।
Comments