টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন রাহুল-অক্ষর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দল থেকে ছিটকে গেলেন সহ-অধিনায়ক লোকেশ রাহুল এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাদের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন দীপক হুডা ও রুতুরাজ গায়কোয়াড়।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিসিআই। দ্বিতীয় ওয়ান ডেতে রান আউট হওয়ার পর সাজঘরে ফেরার পথে হ্যামস্ট্রিং ধরে বসে পড়তে দেখা যায় রাহুলকে। শেষ পর্যন্ত এ চোটে সিরিজে থেকে ছিটকে যেতে হলো তাকে। আর অক্ষর করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশনে আছেন তিনি।
ভাগ্য সঙ্গে থাকায় রাহুলের ইনজুরিতে টি-টোয়েন্টি সিরিজে জায়গা মিলে গেল রুতুরাজের। একই সঙ্গে অক্ষর করোনার কবলে পড়ায় ভাগ্য খুলল হুডারও। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ওয়ানডে দল থেকে ছিটকে গিয়েছিলেন রুতুরাজ। আজই ফিরেছেন আইসোলেশন থেকে।
আগামী ১৬ ফেব্রিয়ারি থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
ভারতের পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, রিশাভ পন্ত, ভেঙ্কাটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার হার্শাল প্যাটেল, আবেশ খান, রুতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।
Comments