ডিএনসিসি মেয়র কাপে ক্রিকেট, ফুটবল ও ভলিবল

'খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র কাপ। প্রতিযোগিতার প্রথম আসরে থাকছে তিনটি ইভেন্ট। সেগুলো হলো ক্রিকেট, ফুটবল ও ভলিবল।
সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
আগামী ১৫ নভেম্বর শুরু হবে মেয়র কাপ। আসরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের দল অংশ নেবে। উত্তর সিটি কর্পোরেশনের যেকোনো নাগরিক নিজ নিজ ওয়ার্ডের দলের হয়ে অংশ নিতে পারবেন। ৫৪ জন কাউন্সিলর ও ১৮ জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে ইভেন্ট তিনটির দলগুলো।
ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। সাবেক তারকা ফুটবলার মোহাম্মদ আসলাম ফুটবল ইভেন্টের এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বাবুল ভলিবল ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে থাকবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মেয়র কাপের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন, রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী।
মেয়র কাপের প্রচারণায় অংশ নেবেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাবেক ক্রিকেটার আকরাম খান, ওয়ানডে দলের বর্তমান দলনেতা তামিম ইকবাল, জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ভলিবল খেলোয়াড় হরষিত বিশ্বাস প্রমুখ।
Comments