তামিম-মুশফিকদের কাছ থেকে ধারণা নিচ্ছেন নিগাররা

ICC women World Cup 2022

নিউজিল্যান্ডের কন্ডিশনে এর আগে কখনই খেলা হয়নি বাংলাদেশের মেয়েদের। ওয়ানডে বিশ্বকাপেও আগে খেলেনি বাংলাদেশের নারী দল। দুই প্রথম অভিজ্ঞতাকে রাঙাতে সব রকমের প্রস্তুতি নিচ্ছেন তারা। বিশেষ করে কিউই কন্ডিশনের ব্যাপারে জানতে তারা দ্বারস্থ হচ্ছেন বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের।

৪ মার্চ নিউজিল্যান্ডে শুরু হবে ৮ দলের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। প্রতিটি একে অন্যের মুখোমুখি হওয়ায় বাংলাদেশ সুযোগ পাবে সাত ম্যাচ খেলার। পাকিস্তান, শ্রীলঙ্কার মতো কাছাকাছি প্রতিপক্ষ যেমন আছে, আছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষ।

৫ মার্চ ডানেডিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের আগে আইসিসির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার জানান প্রথম বিশ্বকাপ ঘিরে তারা কতটা উদ্বেল,   'আমার মনে হয় এটা আমাদের জন্য বড় সুযোগ। আমরা অনেকদিন ধরেই কঠোর পরিশ্রম করছি, এটা আমাদের প্রথম বিশ্বকাপ। আমার মনে হয় এখানে আমরা ভাল করতে পারব। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা একটা সেরা মুহূর্ত হবে। নিউজিল্যান্ডের কন্ডিশনে আমরা আগে খেলিনি, তাই আগেভাগে এসেছি যাতে কন্ডিশনের সঙ্গে যাতে নিজেদের মানিয়ে নেওয়া যায়।'

বাংলাদেশের কন্ডিশন থেকে বেশ আলাদা নিউজিল্যান্ডের কন্ডিশন। গতিময়, বাউন্সি উইকেটের পাশাপাশি দেশটির বাতাসও ম্যাচে রাখে ভূমিকা। নিগার জানালেন এসব ব্যাপারে ধারণা পেতে তারা কথা বলছেন ছেলেদের সঙ্গে,  'ছেলেদের দলের কয়েকজনের সঙ্গে বেশ ভালো সম্পর্ক আহে। তারা এখানে আগে খেলেছেন। তাদের থেকে কন্ডিশন সম্পর্কে ধারণা নিব যেটা আমাদের মূল ম্যাচেও কাজে লাগতে পারে।'

মূল লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি ইংল্যান্ড ও ২ মার্চ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি অনুশীলন ম্যাচ।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার মেঘলা।

Comments

The Daily Star  | English

Debate over Detailed Area Plan

Abdul Latif, VP of REHAB and Adil Mohammed Khan, President of BIP expressed differing views in recent interviews with The Daily Star

1h ago