তিন ওভারে ৩ উইকেট নেই অস্ট্রেলিয়ার

বাংলাদেশের ৭ উইকেটে ১৩১ রানের জবাব দিতে নেমে শুরুতেই মহাবিপদে পড়েছে অজিরা।
ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই উইকেটের দেখা পেলেন শেখ মেহেদী হাসান। পরের ওভারে নাসুম আহমেদ নিলেন সাফল্যের স্বাদ। তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিতে সাকিব আল হাসানও তুলে নিলেন উইকেট। ১৩২ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের স্পিনারদের দাপটে রীতিমতো কাঁপছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে দুই দল। বাংলাদেশের ৭ উইকেটে ১৩১ রানের জবাব দিতে নেমে মন্থর ও টার্নিং উইকেটে শুরুতেই মহাবিপদে পড়েছে অজিরা।

প্রথম তিন ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখার সময়, পাওয়ার প্লের ছয় ওভার শেষে তাদের সংগ্রহ কেবল ২৮ রান। উইকেটে আছেন মিচেল মার্শ ১৬ বলে ১২ ও অধিনায়ক ম্যাথু ওয়েড ১২ বলে ৫ রানে। চাপ সামলে লক্ষ্যের দিকে এগোতে এই জুটির দিকে তাকিয়ে থাকবে অজিরা।

শূন্য রানে পতন হয় সফরকারীদের প্রথম উইকেটের। অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড করে দেন বাঁহাতি অ্যালেক্স ক্যারিকে।

পরের ওভারে আগ্রাসী হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন আরেক ওপেনার জশ ফিলিপি। বাঁহাতি স্পিনার নাসুমকে হাঁকিয়েছিলেন ছক্কা। কিন্তু উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে কুপোকাত হন তিনি। টার্ন করে বেরিয়ে যাওয়া বল লুফে স্টাম্প ভেঙে দেন বাংলাদেশের উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। স্টাম্পড হওয়া ফিলিপি করেন ৫ বলে ৯ রান।

দলীয় ১০ রানে অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারানোর পর আর ১ রান যোগ করতে ফিরে যান মোজেজ হেনরিকেসও। বাঁহাতি স্পিনার সাকিবকে সুইপ করার চেষ্টায় বল স্টাম্পে টেনে বোল্ড হন তিনি। তার সংগ্রহ ২ বলে ১ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সাকিব, লাগিয়ে ফেলেন ৩৩ বল। নাঈম শেখ ৩০ করেন ২৯ বল খেলে। অধিনায়ক মাহমুদউল্লাহ ২০ রান করেন ২০ বল খুইয়ে। ছয়ে নেমে আফিফ হোসেন ১৭  বলে ২৩ রান না করলে ১২০ রানের নিচে আটকে থাকত স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৬  (নাঈম ৩০, সৌম্য ২, সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০, সোহান ৪, আফিফ ২৩, শামীম ৪, শেখ মেহেদী ৭*; স্টার্ক ২/৩৩, হ্যাজেলউড ৩/২৪ , জাম্পা ১/২৮, টাই ১/২২, অ্যাগার  ০/২২)।

Comments

The Daily Star  | English

Ex-ACC official dies in Ctg police custody

A former deputy director of Anti-Corruption Commission (ACC) died in police custody in Chattogram last night

26m ago