দুঃসংবাদ শুনল ধোনি-জাদেজার চেন্নাই
একেই যেন বলে 'মড়ার উপর খাঁড়ার ঘা'। আইপিএলের অন্যতম সফল দল হলেও এবারের আসরে একের পর এক হারে টেবিলের তলানিতে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজার দলটি এসবের মধ্যেই পেল বড় দুঃসংবাদ। চোটে থাকা পেসার দীপক চাহারের টুর্নামেন্টের মাঝপথে ফেরার আশাও মিলিয়ে গেল।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে উঠার পথে থাকা চাহার নতুন করে পীঠের চোটে পড়েছেন। এতে করে তার এবারের আইপিএল খেলার আশা শেষ হয়ে গেছে।
চেন্নাই সুপার কিংসের গেল আসরের সাফল্যের পেছনে অনেক বড় ভূমিকা ছিল দীপক চাহারের। এই পেসারকে নিলামে ছেড়ে দিয়ে সেখান থেকে ১৪ কোটি রূপিতে দলে নেয় চেন্নাই। কিন্তু পেশিতে টান পড়ায় তিনি নামতে পারছিলেন না। বেঙ্গালুরুতে ন্যাশনাল একাডেমিতে চলছিল তার পুনর্বাসন। আশা করা হচ্ছিল এপ্রিলের মাঝামাঝি তিনি ফিরতে পারবেন খেলায়। কিন্তু সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এবারের আইপিএলে এই পেসারের আর খেলার সম্ভাবনা নেই।
গত ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান চাহার। কলকাতায় শেষ টি-টোয়েন্টি চলাকালীন উরুর পেশির টানে ওভারের মাঝেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। সেই চোট লম্বা সময় ধরেই তাকে রাখল খেলার বাইরে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি চেন্নাই। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। নতুন অধিনায়ক করা হয় জাদেজাকে। কিন্তু নেতৃত্বের চাপে এই অলরাউন্ডার সেরা পারফর্ম করতে পারছেন না।
Comments