দুর্বার বিজয় এবার লিগে হাজার রান করতে পারবেন?

anamul Haque Bijoy
আবাহনীর বিপক্ষে ৭৭ রান করেন এনামুল হক বিজয়। ছবি- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এনামুল হক বিজয়ের ব্যাট যেন মলিন হওয়ার নয়। নামলেই পাচ্ছেন রান। উইকেট আঁকড়ে পড়ে না থেকে রান আনছেন দ্রুত গতিতে। প্রথম রাউন্ডে ঝলকের পর সুপার লিগেও ঝলমলে ব্যাটিং দিয়ে শুরু করেছেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৮৫ বলে ৭৭ করেন বিজয়। ফলে এবারের লিগে ১১ ম্যাচে তার রান দাঁড়াল ৮০৫। গড় ৭৩.১৮ , স্ট্রাইকরেট ৯৭.২২! লিগে বাকি আছে চার ম্যাচ। তা থেকে আর ১৯৫ রান করতে পারলেই এক লিগে হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর এক আসরে এখনো কেউ এক হাজার রান করতে পারেননি। সেদিক থেকে একটা রেকর্ডেই বসা হবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনারের।

সোমবার বিজয়ের আগে ব্যাটিং পেয়ে আবাহনীর বিপক্ষে ৯ উইকেটে ২৭৩ রান করেছে প্রাইম ব্যাংক। 

 টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাট করতে দিয়েছিল আবাহনী। ব্যাটিং পেয়ে শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দারুণ শুরু আনেন বিজয়। প্রথম দিকে একটু দেখেশুনে খেললেও সময়ের সঙ্গেই ডানা মেলেন এই ডানহাতি।

আরেক পাশে শাহাদাতও ছিলেন সাবলীল। আবাহনীর বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত রান আনতে থাকেন। ১৭তম ওভারে গিয়ে ভাঙে তাদের ওপেনিং জুটি। ৫১ বলে ৩৮ করে শহিদুল ইসলামের বলে ফেরেন শাহাদাত। টেস্ট অধিনায়ক মুমিনুল হকের ভোগান্তি চলমান থাকে সাদা বলেও।

মোহাম্মদ মিঠুনকে এক পাশে রেখে আনছিলেন বিজয়। এগুচ্ছিলেন সেঞ্চুরির দিকে। শ্রীলঙ্কান ধনঞ্জয়া ডি সিলভার বলে তেড়েফুঁড়ে মারতে গিয়ে থামেন বিজয়। ৮৫ বলের ইনিংসে তিনি মেরেছেন ৭ চার ও ৩ ছক্কা। বিশেষ করে স্লগ সুইপে থাকে দেখা গেছে বেশি আগ্রাসী। মিডল স্টাম্পের উপর বল পেলেই বড় ব্যাকলিফটে তীব্র শটে সীমানা ছাড়া করতে দেখা গেছে তাকে।

বিজয় ফেরার পর নাসির হোসেন করেন হতাশ। ইয়াসির আলি রাব্বি নেমে তুলেন দ্রুত রান, টিকে থাকা মিঠুনও বাড়াচ্ছিলেন রানের চাকা। তবে ফিফটির আগে (৪৪) করে থামেন মিঠুন। পরে ইয়াসির ৪৩ বল ৪৩, শেখ মেহেদী ২৭ বলে ৩৪ করলে চ্যালেঞ্জিং পুঁজি পায় প্রাইম।

Comments

The Daily Star  | English

KMCH struggles to cope with dengue patients

Khulna is witnessing a surge in the number of dengue patients every passing day. Now, Khulna Medical College Hospital is grappling with the surge of dengue patients getting admitted

1h ago