ধোনির কাছে নেতৃত্ব ফিরিয়ে দিলেন জাদেজা
আইপিএল শুরুর ক'দিন আগে মহেন্দ্র সিং ধোনি আচমকা নেতৃত্ব ছেড়ে দেওয়ায় চেন্নাই সুপার কিংসের দায়িত্ব দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজাকে। জাদেজার অধিনায়কত্বে দল একের পর এক ম্যাচ হারতে থাকায় মাঝপথেই ঘটল আবার বদল। জাদেজার অনুরোধে ফের নেতৃত্বে ফিরেছেন ধোনি।
শনিবার সন্ধ্যায় নিজেদের ওয়েবসাইটে এমন খবর প্রকাশ করেছে চেন্নাই। দলটি জানায় সফলতম অধিনায়ক ধোনি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে চেন্নাইকে নেতৃত্ব দেবেন।
আনুষ্ঠানিক বিবৃতিতে চেন্নাই জানায়, অনেক চিন্তা ভাবনার পর ধোনির কাছে নিজে থেকেই নেতৃত্ব ছেড়ে দেন জাদেজা। নেতৃত্বের ভার ছেড়ে নিজের খেলায় আরও মনোযোগ দিতে চান তিনি। তার অনুরোধেই দলের স্বার্থের কথা ভেবে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।
এবারের আইপিএলে জাদেজার নেতৃত্বে ৮ ম্যাচ খেলে চেন্নাই জিততে পেরেছে মাত্র দুই ম্যাচ। দলের ভরাডুবির সঙ্গে ব্যাটে-বলে নিজের সেরা ছন্দে নেই জাদেজা নিজেও। নেতৃত্বের চাপ তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে বলে সমালোচনা করছিলেন সাবেক ক্রিকেটাররা।
শেষ পর্যন্ত জাদেজা নিজেও চাপটা টের পেলেন। অভিজ্ঞ ধোনির কাছেই আরও এক মৌসুম দলটির ভার ছেড়ে দিলেন তিনি।
কেবল ২ জয় নিয়ে ১০ দলের আইপিএলে ৯ নম্বরে পড়ে আছে চেন্নাই। প্লে অফ রাউন্ডে যেতে হলে বাকি ছয় ম্যাচের অন্তত ৫টি জেতার বিকল্প নেই তাদের। ধোনি তার মুন্সিয়ানা দিয়ে তলানিতে থাকা দলকে কোথায় নিতে পারেন তা দেখার বিষয়।
Comments