নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ছাড়ল ভারত

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডকে হারাতেই হতো ভারতকে। কিন্তু সে ম্যাচে খুব একটা প্রতিরোধই গড়তে পারেনি তারা। ঘরের মাঠে লড়াইটা ছিল প্রতিশোধের মিশন। শেষ ম্যাচেও বড় জয়ে কিউইদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল রোহিত শর্মার দল।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে নিউজিল্যান্ডকে হারাতেই হতো ভারতকে। কিন্তু সে ম্যাচে খুব একটা প্রতিরোধই গড়তে পারেনি তারা। ঘরের মাঠে লড়াইটা ছিল প্রতিশোধের মিশন। শেষ ম্যাচেও বড় জয়ে কিউইদের হোয়াইটওয়াশ করেই ছাড়ল রোহিত শর্মার দল।

কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার নিউজিল্যান্ডকে ৭৩ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান করে তারা। জবাবে ১৬ বল বাকি থাকতে ১১১ রান করে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

লক্ষ্য তাড়ায় এদিন শুরু থেকেই অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ফলে গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। তবে এক প্রান্ত আগলে রেখে চেষ্টা করেছিলেন মার্টিন গাপটিল। নিয়মিত বাউন্ডারি হাঁকিয়ে রানের গতিও সচল রাখার চেষ্টা চালান তিনি। কিন্তু সঙ্গীর অভাবে লড়াই জমিয়ে তুলতে পারেননি এ ওপেনার।

দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন গাপটিল। ৩৬ বলে ৪টি করে চার ও ছক্কায় নিজের ইনিংস সাজান এ ওপেনার। এছাড়া টিম সেইফার্ট ১৭ ও লোকি ফার্গুসন ১৪ রান করেন। নিউজিল্যান্ডের এই তিন ব্যাটারই দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন।

ভারতের পক্ষে ৩ ওভার বল করে ৯ রানের খরচায় ৩টি উইকেট নেন অক্ষর। ৩ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট পান হার্শাল প্যাটেল।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিষান গড়েন ৬৯ রানের জুটি। তাতে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দলটি। এরপর কাজটা সারেন বাকি ব্যাটাররা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেন রোহিত। ৩১ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক। ২১ বলে ৬টি চারের সাহায্যে ২৯ রান করেন ইশান। শ্রেয়াস আইয়ার ২৫ ও ভেংকাটেশ আইয়ার ২০ রান করেন। শেষ দিকে ৮ বলে ২১ রানের ক্যামিও খেলেন দিপক চাহার। হার্শাল প্যাটেলের ব্যাট থেকে আসে কার্যকরী ১৮ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ২৭ রানের খরচায় ৩টি উইকেট নেন মিচেল স্যান্টনার। 

Comments

The Daily Star  | English

Central bank not blocking any business accounts: Governor 

BB is not blocking or interfering with the accounts of any businesses, regardless of their political affiliations, said BB Governor Ahsan H Mansur

1h ago