নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম?

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুড়ো আঙুলের চিড়ে থেকে সেরে উঠতে এক মাস সময় লাগবে এই বাঁহাতি ওপেনারের।
Tamim Iqbal
ফাইল ছবি

আঙুলের চোটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যাওয়া ওপেনার তামিম ইকবালকে নিউজিল্যান্ড সফরে পাওয়া নিয়েও দেখা দিয়েছে ঘোর সংশয়। চিকিৎসকের পরামর্শে এক মাস বিশ্রামে থাকতে হওয়ায় কিউইদের বিপক্ষে সিরিজ থেকেও তার ছিটকে যাওয়া একরকম নিশ্চিত।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুড়ো আঙুলের চিড়ে থেকে সেরে উঠতে এক মাস সময় লাগবে এই বাঁহাতি ওপেনারের।

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী ক্রিকবাজকে জানান, 'সে (তামিম) লন্ডনে একজন চিকিৎসকের সঙ্গে দেখা করেছে। তিনি তাকে এক মাস বিশ্রামে থাকতে বলেছেন। কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। সেরকম হলে সে নিউজিল্যান্ড সফরে থাকবে না।'

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পর নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিলেন তামিম। সেখানেই পান আঙুলে চোট। সেই চোট থেকে সেরে উঠে অনুশীলনও শুরু করেছিলেন তিনি।

কিন্তু পাকিস্তান সফর ঘনিয়ে আসতে নতুন করে ব্যথা অনুভব করার খবর দেন তামিম। আবার স্ক্যান করে আঙুলের আরেক পাশে চিড় ধরা পড়ে।

এবার নিউজিল্যান্ড সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৯ জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট খেলে দেশে ফিরবে মুমিনুল হকের দল।

Comments

The Daily Star  | English
Train derailed in Tejgaon

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed hitting a crane in the Tejgaon area in the capital this evening.

1h ago