নির্বাচক কমিটিকে বরখাস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

cricket west indies

প্রত্যাশিত পারফরম্যান্স না আসায় নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রধান কোচ ফিল সিমন্স ও সংশ্লিষ্ট  সংস্করণের অধিনায়ককে অন্তর্বর্তীকালীন নির্বাচকের দায়িত্ব দিয়েছে তারা।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই খবর জানিয়েছেন। এতে করে ৩১ আগামী ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যেতে হলো রজার হার্পার ও মাইলস বেসকম্বকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়,  'রজার হার্পার ও মাইলস বেসম্বের বিকল্প নেওয়া হবে। তাদের চুক্তি নবায়ন করা হচ্ছে না।'

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ। বিদায় নিতে হয় সুপার টুয়েলভ থেকে। বিশ্বকাপের পরও তাদের দুর্দশা কাটেনি। পাকিস্তানে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয় ক্যারিবিয়ানরা। ফলে দল পরিচালনায় রদ বদল ছিল বেশ অনুমিত।

বোর্ডের এই সিদ্ধান্ত খুশিমনেই মেনে নিয়েছেন সাবেক ক্যারিবিয়ান স্পিনার ও নির্বাচক হার্পার, 'আমাকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে জানাই কৃতজ্ঞতা। আমি আশা করি ওয়েস্ট ইন্ডিজ আগামীতে বড় সাফল্য পাবে।'

ওয়েস্ট ইন্ডিজের পরের সিরিজ আয়ারল্যান্ডের বিপক্ষে। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ক্রিস গেইলের বিদায়ী একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

ওয়ানডে সিরিজ হবে ৮, ১১ ও ১৪ জানুয়ারি। গেইলের বিদায়ী টি-টোয়েন্টি হবে ১৬ জানুয়ারি।

Comments

The Daily Star  | English

Power grid failure causes outage across 21 districts

According to the Power Grid Bangladesh PLC, the situation has since returned to normal

9h ago