পদত্যাগ করছেন না সৌরভ

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ছড়িয়েছে বিরাট গুঞ্জন। ক্রিকেটপ্রেমীদের জিজ্ঞাসা, ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে তাহলে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি? তবে এই জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়েছেন সংস্থাটির সচিব জয় শাহ।
বুধবার সৌরভের পদত্যাগের গুঞ্জনে জল ঢেলে ভারতীয় গণমাধ্যম এএনআইকে জয় বলেছেন, 'সৌরভ গাঙ্গুলীর বিসিসিআই সভাপতির পদ থেকে সরে যাওয়ার বিষয়ে যে গুজব চলছে, তা বাস্তবে ভুল।'
এর আগে নিজের একটি বিবৃতির স্ক্রিনশট সৌরভ পোস্ট করেন টুইটারে। সেখানে পাওয়া যায় বিদায়ের আভাস, '১৯৯২ সাল থেকে ক্রিকেটে আমার যে যাত্রা শুরু হয়েছে, সেটার ৩০ বছর পূর্ণ হচ্ছে ২০২২ সালে। তখন থেকে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটি আমাকে আপনাদের সকলের সমর্থন পাইয়ে দিয়েছে। যারা এই সফরে আমার সঙ্গে আছেন, আমাকে সমর্থন করেছেন এবং আজ আমি যে অবস্থানে আছি, সেখানে পৌঁছাতে সাহায্য করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।'
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022
সৌরভের পোস্টের পরের অংশে নতুন পথে যাত্রা শুরুর সুর শোনা যায়, 'আজ আমি এমন কিছু শুরু করতে চাইছি, যেটা আমার মনে হয়, অনেক মানুষকে সাহায্য করবে। আশা করি, জীবনের এই অধ্যায়েও আপনারা আমাকে সমর্থন দেওয়া চালিয়ে যাবেন।'
বোর্ড প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের পাশাপাশি ভারতের সাবেক অধিনায়ক সৌরভের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে। তবে বিসিসিআই সচিব জয়ের বক্তব্য বাতিল করে দিচ্ছে সেসব আলোচনাকে। সংস্থাটির কোষাধ্যক্ষ অরুণ ধুমালও ভারতীয় গণমাধ্যম এনডিটিভির কাছে সৌরভের সরে দাঁড়ানোর গুঞ্জন প্রত্যাখ্যান করেছেন।
২০১৯ সালের অক্টোবরে তিন বছরের জন্য বিসিসিআই সভাপতির পদে আসীন হন সৌরভ। তার দায়িত্বের বর্তমান মেয়াদের আরও চার মাস বাকি আছে।
খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে ভারতের হয়ে ১১৩ টেস্ট ও ৩১১ ওয়ানডে মিলিয়ে ১৮ হাজারের বেশি রান করেন সৌরভ। তার নেতৃত্বে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল দলটি। অধিনায়ক হিসেবে দেশের বাইরে টেস্ট জেতার অভ্যাস তৈরি করে ভারতের ক্রিকেট ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছিলেন তিনি।
Comments