পাকিস্তান দলে ফিরলেন ইয়াসির শাহ

নানা বিতর্কিত কাণ্ড, সঙ্গে ফিটনেসের ঘাটতি। তাতে পাকিস্তান দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন ইয়াসির শাহ। তবে প্রায় এক বছর পর ফের পাকিস্তানের টেস্ট দলে জায়গা মিলেছে তার। শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তানের টেস্ট দলে ফিরেছেন ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার।

বুধবার দুই টেস্টের সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইয়াসিরের সঙ্গে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও। অস্ট্রেলিয়া সিরিজে দলে থাকলেও চোটের কারণে সরিয়ে নেওয়া হয়েছিল তাকে।  

এছাড়া ডাক পেয়েছেন অফ স্পিনিং অলরাউন্ডার সালমান আলি আগা। সবমিলিয়ে ১৮ সদস্যের দলে তিন ওপেনার, চার মিডল অর্ডার ব্যাটার, তিন অলরাউন্ডার, দুই উইকেটরক্ষক, দুই স্পিনার এবং চার পেস বোলার রাখা হয়েছে। 

ইয়াসিরকে মূলত সবশেষ ২০১৫ সালের পারফরম্যান্সের কারণেই বিচার করা হয়েছে। পাকিস্তানের ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে ১৯.৩৩ গড়ে সর্বাধিক ২৪ উইকেট নিয়েছিলেন এ স্পিনার। সবমিলিয়ে ৪৬ টেস্টে পেয়েছেন ২৩৫ উইকেট।

আগামী ৬ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে পাকিস্তান।  ১৬ জুলাই থেকে প্রথম টেস্ট শুরু হবে গলে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুলাই থেকে। এরজন্য আগামী শনিবার থেকে রাওয়ালপিন্ডিতে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প করবে দলটি।

পাকিস্তান টেস্ট দল: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম-উল-হক, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সালমান আলি আগা, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।

Comments

The Daily Star  | English

Polls no later than June 2026

Chief Adviser Prof Muhammad Yunus has said that next national polls will be held within June 2026.

8h ago