প্রয়োজনে ওপেন করবেন সাকিব, বিবেচনায় আছেন মিঠুনও 

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

পারিবারিক কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে লিটন দাস ছিটকে যাওয়ার পর বাংলাদেশ স্কোয়াডে এখন ওপেনার আছেন মাত্র দুজন। এই সিরিজের জৈব সুরক্ষা বলয় কঠিন হওয়ায় বাইরে থেকেও কাউকে নেওয়ার সুযোগ নেই। তবে এই নিয়ে উদ্বিগ্ন নন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। দরকার হলে সাকিব আল হাসানকে নামানো হতে পারে ওপেনিংয়ে। এমনকি বিবেচনায় মোহাম্মদ মিঠুনও

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই ওপেন করেন সৌম্য সরকার আর নাঈম শেখ। সৌম্য দুই ফিফটি করে হন সিরিজ সেরা, প্রথম ম্যাচে ফিফটি পান নাঈমও।

তারা রানে থাকলেও চোট সমস্যা দেখা দিলে পরিস্থিতি একটু বেগতিক হতে পারে। এই দুজনের কেউ একজন চোটে পড়লে বিকল্প ভাবনা কি? রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ কোচের কাছে।

তিনি জানান সেই প্রস্তুতি তাদের আছে,  'আমাদের লম্বা ব্যাটিং অর্ডার আছে। অবশ্যই সাকিব আছে। সাকিব ওপেনে উঠে আসতে পারে। মিঠুনও ফিরেছে। আমাদের মিডল অর্ডারে অনেকে আছে কিন্তু ভালো ওপেনিং আসতে হবে।'

মিঠুন অবশ্য টি-টোয়েন্টি দলেই ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ পরই দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু মুশফিকুর রহিম ছিটকে যাওয়ার পর দলের সঙ্গে রেখে দেওয়া হয় মিঠুনকে। এখন পরিস্থিতি বিবেচনায় একাদশেও আসার সম্ভাবনা তার।

৩ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ দিনের মধ্যে ৫ ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।

Comments