বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ প্রকাশ

আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজের সূচি চূড়ান্ত হয়েছিল আগেই। এবার সিরিজের ভেন্যু জানিয়ে পূর্ণাঙ্গ সূচি দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। সিরিজ শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে এ লড়াই।
আগামী ১৮ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ সিরিজ। প্রথম ওয়ানডে ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে। জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর ফের সেঞ্চুরিয়নে ফিরে ২৩ মার্চ হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে ডারবানে যাবে বাংলাদেশ দল। এর আগে তিন বার প্রোটিয়া সফরে গেলেও এবারই প্রথম ডারবানে ম্যাচ খেলবে টাইগাররা। সেখানে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ। ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ভেন্যু পোর্ট এলিজাবেথে।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
১৮ মার্চ ২০২২: প্রথম ওয়ানডে, সেঞ্চুরিয়ন
২০ মার্চ ২০২২: দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গ
২৩ মার্চ ২০২২: তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
৩১ মার্চ–৪ এপ্রিল: প্রথম টেস্ট, ডারবান
৮ এপ্রিল–১২ এপ্রিল: দ্বিতীয় টেস্ট, পোর্ট এলিজাবেথ
Comments