বাবরের সেঞ্চুরিতে পাকিস্তানের লড়াই

নবম উইকেট হিসেবে যখন হাসান আলী আউট হলেন তখন পাকিস্তানের দলীয় সংগ্রহ ১৪৮ রান। যে ধারায় উইকেট বিলচ্ছিল দলটি তখন আশাবাদী লোকটিও ভাবেননি এ ইনিংস ছাড়িয়ে যাবে দুইশতর কোটা। কিন্তু তখনও উইকেটে ছিলেন অধিনায়ক বাবর আজম। কেবল ফিফটি পারি দিয়েছেন। এক প্রান্তে বুক চিতিয়ে লড়াই করেন। নিজের সেঞ্চুরি তো তুলেছেনই, দলকেও রেখেছেন লড়াইয়ে।
রোববার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ২৪ রান নিয়ে ব্যাট করতে নামা পাকিস্তান শেষ পর্যন্ত ২১৮ রান করে গুটিয়ে গেছে। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৬ রান তুলে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। ৪০ রানের লিড পেয়েছে তারা।
ক্যারিয়ারে এর আগেও ছয়টি সেঞ্চুরি করেছেন বাবর। কিন্তু এদিনের সেঞ্চুরির মর্মই যেন আলাদা। নাসিম শাহকে নিয়ে শেষ উইকেটে গড়েছেন ইনিংসের সর্বোচ্চ ৭০ রানের জুটি। যেখানে নাসিমের অবদান মাত্র ৫ রান। তবে রান সংখ্যাও কম হলেও ৫২টি বল খেলেছেন নাসিম। সবমিলিয়ে প্রায় ৩১ ওভার ব্যাটিং করেছেন এ দুই ব্যাটার।
শেষ পর্যন্ত ২৪৪ বলে ১১৯ রানের ইনিংস খেলে শেষ উইকেট হিসেবে আউট হন বাবর। ১১টি চার ও ২টি ছক্কায় নিজের ইনিংস সাজান অধিনায়ক। ঠিকসানার মিডল স্টাম্পে রাখা বলটি স্কিড করে প্যাডে লাগে বাবরের। লেগে ঘোরাতে চেয়েছিলেন পাক অধিনায়ক। তবে লাইন মিস করলে পড়েন এলবিডাব্লিউর ফাঁদে।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটি মাত্র ১৯ রানের। করেছেন মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ উইকেটে এ উইকেটরক্ষক-ব্যাটারের সঙ্গে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রানের জুটিটি গড়েছিলেন বাবর।
মূলত ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়ার ঘূর্ণিতেই কাবু হয় পাকরা। একাই পাঁচ উইকেট নেন প্রভাত। আগের দিন আবদুল্লাহ শফিককে তুলে নিয়েছিলেন। এদিন তুলে নেন আজহার আলী, আঘা সালমান, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন শাহ আফ্রিদিকে। ৮২ রানের খরচায় পান এ পাঁচ উইকেট। এছাড়া মহেশ ঠিকসানা ও রমেস মেন্ডিস ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনে শেষ ভাগে এসে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে হারায় শ্রীলঙ্কা। নাওয়াজের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েন। ওশাদা ফার্নান্ডো ১৭ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গে ব্যক্তিগত ৩ রানে উইকেটে টিকে আছেন কাসুন রাজিথা।
Comments