বিপিএলে ছয় দল, তিন ভেন্যুই থাকছে

বিপিএলের ৮ম আসরে দল ও ভেন্যু সংখ্যা কমে যাওয়ার শঙ্কার কথা জানিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তবে সেই শঙ্কা কেটে গেছে। ছয়টি দলকে নিয়ে তিন ভেন্যুতেই বিপিএল আয়োজনের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার বোর্ড পরিচালকদের সভা শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচীব ইসমাইল হায়দার মল্লিক জানান, ছয় দল তাদের চূড়ান্ত হয়ে গেছে, আছে ব্যাকআপ পরিকল্পনাও, 'বিপিএল নিয়ে এবার একটু অনিশ্চয়তা ছিল। করোনা পরিস্থিতির কারণে নিউজিল্যান্ডে দল খেলতে পারবে কি না, করোনা ফলাফল কী হবে এসব বিবেচনা করতে হয়েছে। আমাদের সব প্রস্তুতিই ছিল। এখন পর্যন্ত ৬টি দল প্রায় চূড়ান্ত। এই দলগুলোকে আমরা কিছু শর্ত দিয়েছি, যেমন- পার্টিসিপেশন মানি জমা দেওয়া। আজ-কালকের মধ্যে যারা দিয়ে দিবে তাদের আমরা গ্রহণ করে নিব। না হলে আমাদের আরও ২-৩টি আগ্রহী ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলা আছে, মানে ব্যাকআপ আছে আমাদের।
তিনি জানান বিপিএলের এবারের আসরে অংশ নিবে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লার ফ্রেঞ্চাইজি। দলগুলোর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেলেও প্লেয়ার্স ড্রাফট হবে। সেজন্য দুটো তারিখ মাথায় আছে তাদের, 'এরপর থাকবে প্লেয়ার্স ড্রাফট। দুইটা তারিখ কথা বলে রেখেছি। একটি ২৭ ডিসেম্বর, নাহলে ৩-৫ জানুয়ারি।'
বোর্ড প্রধান জানিয়েছিলেন একটি ভেন্যু কমিয়ে সময় বাঁচানো যায় কিনা এই নিয়েও তারা ভাবছেন। তবে আপাতত ভেন্যু কমানোরও দরকার পড়ছে না। খেলা হবে তিন ভেন্যুতেই, 'আমরা তিনটা ভেন্যুই রাখছি- ঢাকা, সিলেট চট্টগ্রাম। তিনটি ভেন্যুতেই খেলা হবে। নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দল আসার কথা। ৪-৫ দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু করার ইচ্ছা, ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলব। প্রাইজমানি নিয়েও কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।'
বিপিএলে ড্রাফটের বাইরে থেকে একজন স্থানীয় খেলোয়াড় ও তিনজন বিদেশী খেলোয়াড় আলোচনার ভিত্তিতে নিজেদের দলে নিতে পারবে দলগুলো। ড্রাফটের দেশি খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক ধরা হয়েছে ৭৫ লাখ, বিদেশিদের ৭৫ হাজার ডলার। ড্রাফটের বাইরে থেকে পারিশ্রমিক ঠিক হবে খেলোয়াড় ও ফ্রেঞ্চাইজির আলোচনার ভিত্তিতে।
Comments