ড্রাফট থেকে বিপিএলে দল পেলেন যারা

আগামী ২০২২ সালে বিপিএলের অষ্টম আসরের জন্য সোমবার প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে রাজধানীর হোটেল র‍্যাডিসনে। এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল। আগামী ২১ জানুয়ারি থেকে খেলা হবে তিন ভেন্যুতে।

ড্রাফটে যারা যে দলে:

কুমিল্লা:

সরাসরি: মোস্তাফিজুর রহমান, সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা), মঈন আলী (ইংল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি: লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি ও মেহেদী হাসান। 

ড্রাফট থেকে বিদেশি: কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ)।

ঢাকা:

সরাসরি: মাহমুদউল্লাহ, নাজিবউল্লাহ জাদরান (আফগানিস্তান), ইসুরু উদানা (শ্রীলঙ্কা), কাইস আহমেদ (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: তামিম ইকবাল, রুবেল হোসেন, মাশরাফি বিন মর্তুজা, শুভাগত হোম চৌধুরী, নাঈম শেখ, আরাফাত সানি, ইমরানুজ্জামান, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম অমি, শামসুর রহমান শুভ ও ইবাদত হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), ফজল হক ফারুকি (আফগানিস্তান)।

ড্রাফট শেষ হওয়ার পর: রিশাদ হোসেন।

সিলেট:

সরাসরি: তাসকিন আহমেদ, দিনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), কলিন আলেক্সজান্ডার ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা)।

ড্রাফট থেকে দেশি: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম অপু, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলক কাপালি, মুক্তার আলী, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, জুবায়ের হোসেন লিখন, শফিউল হায়াত।

ড্রাফট থেকে বিদেশি: রবি বোপারা (ইংল্যান্ড), অ্যাঞ্জেলো পেরেরা (শ্রীলঙ্কা), সিরাজ আহমেদ (সংযুক্ত আরব আমিরাত)।

খুলনা:

সরাসরি: মুশফিকুর রহিম, থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), নাভিন উল হক (আফগানিস্তান), ভানুকা রাজাপাকসা (আফগানিস্তান)।

ড্রাফট থেকে দেশি: শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক ও নাবিল সামাদ।

ড্রাফট থেকে বিদেশি: সেকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)।

চট্টগ্রাম:

সরাসরি: নাসুম আহমেদ, কেনার লুইস (ওয়েস্ট ইন্ডিজ), বেনি হাওয়েল (ইংল্যান্ড), উইল জ্যাকস (ইংল্যান্ড)।

ড্রাফট থেকে দেশি: শরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মুকিদুল ইসলাম মুগ্ধ, রেজাউর রহমান রাজা, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী ও নাঈম ইসলাম।

ড্রাফট থেকে বিদেশি: চ্যাডউইক ওয়ালটন (ওয়েস্ট ইন্ডিজ), রায়াড এমরিট (ওয়েস্ট ইন্ডিজ)।

বরিশাল:

সরাসরি: সাকিব আল হাসান, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), দানুশকা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি: নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন ও ইরফান শুক্কুর।

ড্রাফট থেকে বিদেশি: ওবেড ম্যাককয় (ওয়েস্ট ইন্ডিজ), আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), নিরোশান ডিকভেলা (শ্রীলঙ্কা)।

সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পেয়েছে কুমিল্লা

প্রথমেই দেশি ক্রিকেটারদের ড্রাফট শুরু হলে লটারিতে সবার আগে খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ডাকে সুযোগ আসে ঢাকার। সিলেট তিনে, চারে খুলনা, পাঁচে চট্টগ্রাম ও সবার শেষে বরিশাল। প্রথম ডাকেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিয়েছে 'বি' ক্যাটগরিতে থাকা লিটন দাসকে। ঢাকা প্রথম সুযোগেই দলে ভেড়ায় তামিম ইকবালকে। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে নেয় সিলেট। খুলনা পায় আরেক অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। পেসার শরিফুল ইসলামকে প্রথম ডাকেই নেয় চট্টগ্রাম। বরিশাল তাদের দলে প্রথম ডাকে নেয় কিপার নুরুল হাসান সোহানকে। 

দ্বিতীয় ডাকে রিভার্স অর্ডারে প্রথম সুযোগ আসে বরিশালের। 'বি' ক্যাটাগরি থেকে তারা নেয় নাজমুল হোসেন শান্তকে। বাঁহাতি ব্যাটার আফিফ হোসেনকে নেয় চট্টগ্রাম। খুলনা বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে। তামিম-মাহমুদউল্লাহর ঢাকা পেসার রুবেল হোসেনকে ভেড়ায় তাদের দিলে। কুমিল্লা দ্বিতীয় ডাকে দলে নেয় পেসার শহিদুল ইসলামকে।

দ্বিতীয় দফায় সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পায় খুলনা। পরে একে একে সুযোগ পায় সিলেট,  বরিশাল কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকা। বিদেশি খেলোয়াড়দের ডাকাতেও প্রথমেই লটারিতে আসে কুমিল্লার নাম।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago