বিফলে মিঠুনের সেঞ্চুরি, জিতল আবাহনী

Mohammad Mithun
ফাইল ছবি: বিসিবি

দারুণ ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আশা দেখাচ্ছিলেন মোহাম্মদ মিঠুন। কিন্তু সেঞ্চুরি স্পর্শ করার পরের বলেই রানআউটে কাটা পড়লেন তিনি। তার বিদায়ের সঙ্গে নিশ্চিত হয়ে গেল আবাহনী লিমিটেডের জয়ও।

বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লিগে দুই শিরোপা প্রত্যাশী দলের ম্যাচে আবাহনী জিতেছে ২৮ রানে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ২৭১ রান। জবাবে ১১ বল বাকি থাকতে প্রাইম ব্যাংক অলআউট হয় ২৪৩ রানে।

১০ ম্যাচে সপ্তম জয়ে আবাহনীর পয়েন্ট বেড়ে হয়েছে ১৪। সমান ম্যাচে চতুর্থ হারের স্বাদ পাওয়া প্রাইম ব্যাংকের পয়েন্ট ১২। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দুইয়ে রয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আবাহনীর অবস্থান তিনে, প্রাইম ব্যাংকের চারে।

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফেরার পরদিনই প্রিমিয়ার লিগে খেলতে নেমে যান বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। তবে হাসেনি লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়দের ব্যাট।

আবাহনীকে লড়াকু পুঁজি দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের হনুমা বিহারি। পাঁচ নম্বরে নেমে ৭৪ বলে ৫৮ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে। সাতে নেমে শামীম পাটোয়ারী ২৭ বলে ৩৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন। এছাড়া, জাকের আলী, লিটন ও আফিফ হোসেন সমান ৩০ রান করেন। শেখ মেহেদী হাসান ৪০ রানে নেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়ায় মিঠুনকে সহায়তা করতে পারেননি প্রাইম ব্যাংকের বাকিরা। মিঠুন পাঁচে নেমে ৮ চার ও ৫ ছক্কায় ৯৫ বলে করেন ১০৩ রান। শাহাদাত হোসেন দীপু ৩৯ রান করতে খেলেন ৬৪ বল। নাহিদুল ইসলাম ফেরেন ২৪ রানে। আবাহনীর পক্ষে ২ উইকেট করে নেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম ও মোসাদ্দেক।

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

14m ago