বিশ্বকাপে ভারতের মোড় ঘোরানোর নায়ক হবেন হার্দিক!

ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেশি গতিতে বল করতে পারেন, ব্যাট হাতে যেকোনো পজিশনে নেমে তুলতে পারেন ঝড়। পুরো ফিট হার্দিক পান্ডিয়া যেন ভারতের তরুপের তাস। সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার মনে করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক হবেন ভারতের মোড় ঘোরানোর নায়ক।
চোটের কারণে বিগত বছরগুলোতে বোলিং সেভাবে করতে পারছিলেন না হার্দিক। এবার আইপিএলে ফেরেন বল হাতেও। বলে-ব্যাটে তার নৈপুণ্য দেখা যায় টুর্নামেন্ট জুড়ে। তার মুন্সিয়ানায় প্রথমবার অংশ নিয়েই কাপ জেতে গুজরাট টাইটান্স।
আইপিএলে ফাইনালেও দলকে জেতানোর নায়ক ছিলেন ডানহাতি এই অলরাউন্ডার। পেস বোলিংয়ে মাঝের ওভারে করেন মোড় ঘোরানো স্পেল। পরে ব্যাট হাতে রাখেন অবদান।
হার্দিকের এখন যা ছন্দ তাতে থাকে মিডল অর্ডারে খেলানোর চিন্তা করছে ভারত। তার কাছ থেকে পুরো চার ওভার বোলিং পাওয়ায় একাদশে দারুণ এক ভারসাম্য তৈরি হবে তাদের।
গাভাস্কার মনে করেন, বিশ্বকাপ তো বটেই আগামী সময়টা হতে যাচ্ছে হার্দিকের, 'আমার মনে হয় সে ভারতের গেম চেঞ্জার হবে। এটা হবে নিয়মিত ব্যাপার। কেবল বিশ্বকাপেই নয় প্রতিটি ম্যাচেই সে মোড় ঘোরানোর নায়ক হতে পারে। সে পাঁচ নম্বরে ব্যাট করুক কিংবা দ্বিতীয় বদলি হিসেবে বল করতে আসুক (ম্যাচ ঘোরাবে)। আমি তাকে নতুন বল হাতে দেখতে চাই।'
'সে থাকলে একজন বাড়তি স্পিনার কিংবা একজন কম বোলার নিয়ে বাড়তি ব্যাটসম্যান খেলানো যাবে বিশ্বকাপে। তার মতো একজন পুরোমাত্রার অলরাউন্ডার দলে দারুণ ভারসাম্য এনে দেবে।'
আন্তর্জাতিক ক্রিকেটের সাম্প্রতিক বাস্তবতায় কার্যকর পেস অলরাউন্ডারের চাহিদা তুমুল। দলে ভারসাম্য আনতে অনেক সময় বাড়তি বোলার বা ব্যাটসম্যান খেলাতে হলে তৈরি হয় সুবিধা। রবীন্দ্র জাদেজা ফিরলে একজন স্পিনিং অলরাউন্ডারের পাশাপাশি একজন পূর্নাঙ্গ পেস অলরাউন্ডারও একাদশে পাবে ভারত।
Comments