বিশ্বকাপ দলে জাহানারাকে ফিরিয়ে আনল বাংলাদেশ

Jahanara Alam
ছবি: ফিরোজ আহমেদ

কমনওয়েলথ বাছাই পর্বের প্রতিযোগিতায় সবাইকে অবাক করে স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন পেসার জাহানারা আলম। তবে এক সিরিজ পরেই তাকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ। বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন এ পেসার।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শৃঙ্খলা ভঙ্গের শাস্তি হিসেবে কমনওয়েলথ গেমস বাছাইপর্বে বাদ পড়া জাহানারার ফিরে আসা ছাড়া তেমন কোনো চমক নেই দলে। মালয়েশিয়ায় বাছাইপর্বে অংশ নেওয়া ১৫ খেলোয়াড়কেই রাখা হয়েছে দলে।

এবারই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে মেয়েরা। আগামী ৪ মার্চ নিউজিল্যান্ডে বসবে ৫০ ওভারের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। এর আগে আগামীকাল শনিবার থেকে মিরপুরের একাডেমি মাঠে প্রস্তুতি শুরু করবে নিগার সুলতানার দল।

বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামিমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমি ছন্দা ও সানজিদা আক্তার মেঘলা।

Comments

The Daily Star  | English
political reform in Bangladesh

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

11h ago