মিরাজের চোখে ২০২৩ বিশ্বকাপ জয়ের স্বপ্ন

ছবি: এএফপি

টেস্ট ও টি-টোয়েন্টির সঙ্গে এখনও মানিয়ে নিতে না পারলেও ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের পাল্লা বেশ ভারী। এই সংস্করণে ধারাবাহিকভাবে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছে টাইগাররা। সেকারণে ওয়ানডেতে তাদেরকে ঘিরে দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশার পারদ থাকে উঁচুতে। ক্রিকেটাররাও এই সংস্করণ নিয়ে তুলনামূলক অনেক বেশি আত্মবিশ্বাসী থাকেন। সেটারই প্রমাণ মিলল মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। এই তারকা অফ স্পিনিং অলরাউন্ডার বললেন, এশিয়া কাপ ও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন তারা।

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ বুধবার বাংলাদেশ দলের ছয় সদস্য ফিরেছেন দেশে। তাদের মধ্যে ক্রিকেটার দুজন হলেন মিরাজ ও ডানহাতি পেসার তাসকিন আহমেদ। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরেন মিরাজ।

চলতি বছর এখন পর্যন্ত তিনটি ওয়ানডে সিরিজ খেলে প্রতিটিতে বিজয়ীর হাসি হেসেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে একই ব্যবধানে জেতে তারা। এরপর সদ্যসমাপ্ত সফরে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। এই নিয়ে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেয়েছে টাইগাররা। সবগুলোই এসেছে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার তামিম ইকবালের অধিনায়কত্বে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের এমন সাফল্যের কারণে আগামী ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে আশাবাদী মিরাজ, '২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১৫ মাস বাকি আছে। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, আমি মনে করি, এই প্রক্রিয়ায় এগিয়ে গেলে সামনের বিশ্বকাপ আমাদের জন‍্য আরও বেশি ভালো হবে। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে। মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।'

বাংলাদেশ ওয়ানডে দলে রয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। লম্বা সময় ধরে জাতীয় দলে খেলা তামিম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ অভিজ্ঞতায় টইটুম্বুর। কিছুদিন আগে তামিম জানান, ২০২৩ বিশ্বকাপ খেলে তারা চার সিনিয়র ক্রিকেটার নেবেন বিদায়। তাদের শেষটা স্মরণীয় করে রাখতে বড় কিছু অর্জনের স্বপ্ন মিরাজের চোখে, 'বিশ্বকাপে ভালো কিছু করলে, আমাদের নিজেদের জন্য ভালো হবে, দেশের জন্যও ভালো হবে। অবশ্যই উনারা থাকতেই বড় একটা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এটা তো আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব। আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি। কীভাবে বিশ্বকাপ জেতা যায়, সেই পথটা আমরা বের করতে পারি। এটা ভাগ‍্যের উপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।'

উল্লেখ্য, চলতি বছর অগাস্ট-সেপ্টেম্বরে হবে এশিয়া কাপ। ভারতে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে।

Comments

The Daily Star  | English

US seeks written tariff reduction proposals from Bangladesh

“We look forward to receiving a written offer from your government so that we can commence formal negotiations,” the USTR letter said

1h ago