সিদ্ধান্ত মুমিনুলকেই নিতে হবে!

ব্যাটে রান নেই, একের পর ব্যাটিং ধসে প্রতিরোধের নায়ক হতে পারছেন না মুমিনুল হক। বরং ধসের মিছিলে ধুঁকতে দেখা যাচ্ছে তাকেও। রান খরার কারণে তার অধিনায়কত্বও পড়েছে প্রশ্নের মুখে। ব্যাটসম্যান মুমিনুল এই অবস্থায় অধিনায়কত্বের চাপ সরাতে চান কিনা, এই নিয়ে তার সঙ্গে আলাপ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে হারের পর বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন তারা। এই আলোচনায় উঠে আসতে পারে মুমিনুলের অধিনায়কত্ব করা-না করার বিষয়ও।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে অধিনায়ক রেখেই দল ঘোষণা হয়ে আছে। কাজেই আপাতত অধিনায়কত্বের বদলের সম্ভাবনা নেই। তবে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে এরকম কিছু উড়িয়ে দেওয়া যায় না।
সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকে সেই আভাসই দেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি প্রধান ভারত থেকে ফিরলে আলোচনায় বসবেন তারা, 'অধিনায়কত্ব বাড়তি একটা চাপ অবশ্যই। ব্যাটিং করার সময় সে রান না পাওয়ায় হয়তো বাকিদের অনুপ্রাণিত করতে সমস্যা হচ্ছে। যেহেতু রান করছে না, একটা হীনম্মন্যতা থাকতে পারে। সেটা থেকেই হয়তো চাপ বেশি হয়ে যাচ্ছে। ব্যাটিংয়েও এর একটা প্রভাব পড়তে পারে। হয়তো সে সিদ্ধান্ত নেবে কোনটা হলে ওর ভালো হয়। এটা নিয়েই আমাদের সঙ্গে বসার কথা আছে। প্রেসিডেন্ট সাহেব আসুক, এটা নিয়ে আলাপ করব।'
ক্রিকেট অপারেশন্স যেদিন এমন কথা বলছেন, সেদিনই মাঠের আরেক পাশে নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে এই ব্যাটার। নিজের ক্যারিয়ারের কঠিন সময় টের পাচ্ছেন তিনি। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা ও সাবেক কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেন টেস্ট অধিনায়ক।
ফাহিম পরে গণমাধ্যমকে বলেন, মৌলিক জায়গা থেকে কিছুটা নড়ে যাচ্ছেন মুমিনুল। তাকে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, 'মুমিনুল বেশ লম্বা সময় ধরেই একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল থেকেই সরে যায়। তাই মৌলিক দিকগুলো নিয়েই একটু কাজ করেছি। আমার মনে হয় একসময় মৌলিক দিকটা ভালো ছিল, এখন সেটা নেই।'
'মৌলিক দিকটা নিয়েই কাজ করেছি। আগের চেয়ে দেখতে ভালো লাগছে। আরও দু–এক দিন কাজ করলে ভালো হবে। মৌলিকতা থেকে বাইরে চলে গেলে এ পর্যায়ে ব্যাটিং করা খুব কঠিন। এটাই মূল কারণ। তাড়াতাড়ি কেটে গেলে ভালো করবে। দেখে মনে হচ্ছে বেশ কিছু বিষয় ঠিক হয়েছে, ব্যাটে-বলে ভালো হচ্ছে। আমার মনে হয় সামনে অনেক ভালো করবে।'
গত ১৫ ইনিংসে ১২.৫৭ গড়ে মোটে ১৭৬ রান করেছেন মুমিনুল। ১২বার পেরুতে পারেননি এক অঙ্কের গণ্ডি। চট্টগ্রামে ২ রান করার পর ঢাকা টেস্টের দুই ইনিংসে করেন ৯ ও ০ রান। অধিনায়কত্ব তো বটেই তাকে বিশ্রাম দেওয়া উচিত কিনা এই আলাপও উঠেছে। ফাহিম মনে করেন রান না পেলে এই চাপ আসা খুব স্বাভাবিক, 'মুমিনুল রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কথা উঠত না। যেহেতু ভালো করছে না, এটা নিয়ে চাপ হচ্ছে—এমন কথা উঠবেই। সে প্রশ্নের উত্তর তাকে দিতে হচ্ছে। একটু চাপ তো থাকবেই।'
Comments