ম্যাচের মাঝে করোনা পজিটিভ রোহিত

ইংল্যান্ডের বিপক্ষে বাকি থাকা টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। চার দিনের এই ম্যাচ চলাকালে বড় একটি দুঃসংবাদ পেয়েছে তারা। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে (আরএটি) করোনাভাইরাস পজিটিভ হয়েছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। ফলে স্বাগতিক ইংলিশদের বিপক্ষে মূল লড়াইয়ে তার মাঠে নামা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
আগের দিন শনিবার সফরকারী ভারতের সব সদস্যের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। সেখানে তারকা ওপেনার রোহিতের ফল আসে পজিটিভ। ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। রোহিত বর্তমানে আইসোলেশনে আছেন। তার সংক্রমণের বিষয়টি নিশ্চিত করার জন্য রোববার আরটি-পিসিআর টেস্ট করানো হবে।
লেস্টারশায়ারের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেললেও তৃতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি রোহিত। প্রথম ইনিংসে তাকে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা গিয়েছিল। ভালো শুরু পেলেও অবশ্য লম্বা সময় ক্রিজে থাকা হয়নি তার। ৪৭ বলে ৩ চারের সাহায্যে ২৫ রান করে তিনি শিকার হয়েছিলেন রোমান ওয়াকারের।
আগামী ১ জুলাই থেকে এজবাস্টনের শুরু হবে ভারত ও ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। হাতে খুব বেশি সময় না থাকায় রোহিতকে নিয়ে চিন্তায় পড়ে গেছে ভারতের টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে বিপদেই পড়তে হবে তাদের। কারণ, আরেক নিয়মিত ওপেনার লোকেশ রাহুলও ইংলিশদের বিপক্ষে খেলতে পারছেন না। তিনি ছিটকে গেছেন কুচকির চোটের কারণে।
সিরিজের প্রথম চারটি টেস্ট অনুষ্ঠিত হয়েছিল গত বছর। এরপর করোনাভাইরাসের হানায় পঞ্চম টেস্টের জন্য নতুন করে সূচি নির্ধারণ করা হয়। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। আগামী ম্যাচে হার এড়াতে পারলেই ২০০৭ সালের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতবে তারা।
ওই চার ম্যাচে ব্যাট হাতে ভারতের সেরা পারফর্মার ছিলেন রোহিত। ৫২.২৭ গড়ে তিনি করেছিলেন ৩৬৮ রান। ওভালে দুর্দান্ত একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন তিনি।
Comments