সহজ জয়ে সিরিজ ইংল্যান্ডের

বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানকে অল্প রানে বেঁধে ফেলে সিরিজ ঘরে তুলল বেন স্টোকসের দল।
england vs pakistan
ছবি: রয়টার্স

ফিল সল্ট-জেমস ভিন্সের হাফসেঞ্চুরির পরও বড় সংগ্রহ গড়তে পারত না ইংল্যান্ড। পেসার হাসান আলীর তোপে তারা গুটিয়ে গেল আড়াইশর নিচে। তবে মাঝারি লক্ষ্য পেয়েও কায়দা করতে পারল না পাকিস্তান। বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় তাদেরকে অল্প রানে বেঁধে ফেলে সিরিজ ঘরে তুলল বেন স্টোকসের দল।

রবিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী পাকিস্তানকে ৫২ রানে হারিয়েছে ইংল্যান্ড। এক ম্যাচ বাকি থাকতে তারা সিরিজ নিজেদের করে নিয়েছে ২-০ ব্যবধানে।

বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৪৫.২ ওভারে তারা অলআউট হয় ২৪৭ রানে। জবাবে পাকিস্তান ৪১ ওভার খেলে পৌঁছাতে পারে ১৯৫ পর্যন্ত।

সাত নম্বরে নেমে ৪৭ বলে ৪০ রান ও বল হাতে ৪৪ রানে ৩ উইকেটের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ইংল্যান্ডের পেস অলরাউন্ডার লুইস গ্রেগরি।

হাসান ও শাহীন শাহ আফ্রিদির আঘাতে শুরুতেই যথাক্রমে ডাউইড মালান ও জ্যাক ক্রলির উইকেট হারায় ইংল্যান্ড। তবে সেখান থেকে তাদের উদ্ধার করেন সল্ট ও ভিন্স। দুজনই তুলে নেন ফিফটি।

কিন্তু তাদের ৯৭ রানের জুটি ভাঙার পর মাত্র ৪২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে দুইশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল থ্রি লায়ন্সরা। সেখান থেকে তাদের বাঁচিয়ে দেন গ্রেগরি ও ব্রাইডন কার্স। দুজনের ৬৯ রানের জুটিতে ভর করে লড়াইয়ের পুঁজি পায় তারা।

ওপেনার সল্ট ৫৪ বলে করেন ৬০ রান। ভিন্সের ৫৬ রান আসে ৫২ বলে। ইংলিশদের শেষটা মুড়িয়ে দেওয়া হাসান ৫ উইকেট নেন ৫১ রানে।

লক্ষ্য তাড়ায় এদিনও পাকিস্তানের শুরুটা ভালো হয়নি। সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন ও গ্রেগরির বোলিং তোপে ৮৬ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।

এক প্রান্ত আগলে রেখেছিলেন আগের ম্যাচে অভিষিক্ত হওয়া সৌদ শাকিল। ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে তিনি করেন ৭৭ বলে ৫৬ রান। নয়ে নেমে ১৭ বলে ৩১ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন হাসান। কিন্তু তাতে লাভ হয়নি কোনো। দুইশর আগেই থামে পাকিস্তান।

দুই দলের মধ্যকার তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

5h ago